Ajker Patrika

সবজি কম, দাম চড়া

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২২: ৪৬
সবজি কম, দাম চড়া

পঞ্চগড়ের হাটবাজারে চড়া দামে বিক্রি হচ্ছে শীতকালীন শাকসবজি। প্রতিকূল পরিবেশে সবজি চাষ হওয়ায় এ বছর আশা অনুযায়ী ফলন হয়নি। এ কারণে বাজারে বেড়ে গেছে সবজির চাহিদা। তা ছাড়া বেশি দামের আশায় কৃষকেরা সবজি পাঠাচ্ছেন রাজধানীতে। ফলে স্থানীয় বাজারেও বেশি দামে সবজি বিক্রি হচ্ছে।

প্রতি বছর এই সময়ে শীতকালীন সবজি ৩০ টাকা কেজিতে নেমে এলেও এ বছর তা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে। অতিরিক্ত দামে সবজি কিনতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ।

বর্তমানে পঞ্চগড়ের বাজারে শিম ৮০ থেকে ১০০, পাতাকপি ৬০ থেকে ৮০, ফুলকপি ৭০, গাজর ২০০, শসা ৬০, মুলা ৪০, লাউ প্রতিটি ৪০ টাকা, বেগুন ৬০, পালংশাকসহ অন্যান্য শাক ৪০, বরবটি ৬০, ঝিঙে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ গত বছর এ সময়ে এসব সবজি প্রতি কেজি সর্বোচ্চ ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

সদর উপজেলার হাড়িভাসা এলাকার সবজিচাষি মো. মোতাহার হোসেন বলেন, ‘চলতি বছরে আমি ৪ বিঘা জমিতে শিমের আবাদ করেছি। এখন পর্যন্ত ৫০ হাজার টাকার শিম বিক্রি করতে পেরেছি। সময়মতো বৃষ্টিপাত না হওয়ায় পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায়। এ কারণে ফলন ভালো না হওয়ায় এবার লাভ করতে পারব না। অথচ গত বছর এই পরিমাণ জমি থেকে শিম বিক্রি করে ৩ লাখ টাকা আয় করেছি।’

ফুলতলা গ্রামের শরিফুল ইসলাম বলেন, ‘এলাকায় বেগুনের ফলন ভালো হওয়ার কারণে ১ একর জমিতে বেগুন লাগিয়েছি, এখন পর্যন্ত যে হারে বিক্রি তাতে উৎপাদন খরচ উঠবে কি না আশঙ্কা রয়েছে।’

পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, এ বছর বিরূপ প্রকৃতির কারণে ফলন ভালো হয়নি। আশা করি প্রথম দিকে চাষিরা ফলন না পেলেও শেষ সময়ে লাভের মুখ দেখবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত