Ajker Patrika

ফল বাঁচাতে জালে মরছে পাখি

বরগুনা প্রতিনিধি
আপডেট : ১৫ জুন ২০২২, ১৩: ১৮
ফল বাঁচাতে জালে মরছে পাখি

বরগুনা সদর উপজেলায় বাগানের ফল রক্ষা করতে পেতে রাখা জালে আটকে মারা পড়ছে বিভিন্ন প্রজাতির পাখি। ফলের বাগানমালিকের দাবি, পাখি মারতে নয়, ফলের সুরক্ষায় জাল পাতা হয়েছে। পাখি জালে আটকে গেলেও ছেড়ে দেওয়া হয়। তবে স্থানীয়রা জানিয়েছেন, জালে আটকা পড়ে প্রতিদিনই বেশ কয়েক প্রজাতির পাখি মারা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাগানের মালিক বরগুনা সদর ইউনিয়নের কড়ইতলা গ্রামের আহসান হাবিব। তাঁর বাগানে আম, জাম ও লিচুগাছ রয়েছে। এই গাছের ফল রক্ষা করতে জাল দিয়ে আটকে রেখেছেন। এতে মারা পড়ছে পাখি।

সরেজমিন দেখা গেছে, পাখির হাত থেকে ফল রক্ষা করতে বাগানের গাছে ছোট ফাঁসের জাল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। জালের ভেতরে পাখি প্রবেশ করতে পারলেও আর বের হতে পারছে না। জালে আটকা পড়া বেশ কিছু পাখি মৃত অবস্থায় দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা আবদুল খালেক বলেন, প্রতিবছর বাগানের ফল পাখির হাত থেকে রক্ষার জন্য এভাবে জাল দিয়ে ফাঁদ পেতে রাখেন বাগানমালিক। ফাঁদে বিভিন্ন প্রজাতির পাখি আটকা পড়ে মারা যায়।

বাগানের মালিক বলেন, ‘বাগানের ফল রক্ষার জন্য জাল দেওয়া হয়েছে। আমি কোনো পাখি হত্যা করছি না।’

উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মারুফ রহমান বলেন, ‘এসব পাখি ফলসহ বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় খেয়ে থাকে। এতে আমরা উপকৃত হই। ফলবাগানটি আমি ঘুরে দেখেছি, যেভাবে পাখি হত্যা করা হচ্ছে, এটা মারাত্মক অন্যায়। এতে প্রকৃতি ভারসাম্য হারাবে। হুমকিতে পড়বে আমাদের জীববৈচিত্র্য।’

অ্যানিমেল লাভারস বরগুনার সদস্যসচিব জাহিদুল ইসলাম বলেন, ‘বাগানটিতে নির্বিচারে পরিকল্পিতভাবে পাখি হত্যা করা হচ্ছে। আমরা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি।’

বন বিভাগ বরগুনার সহকারী বন সংরক্ষক আবদুল্লাহ আল মামুন বলেন, বন্য প্রাণী আইনে ফাঁদ পেতে কোনো প্রাণী হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ। পাখি হত্যার বিষয়টি জানা ছিল না। স্থানীয় বন কর্মকর্তাদের কাছ থেকে খোঁজ নিয়ে প্রশাসনের সহায়তায় অল্প সময়ের মধ্যেই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত