Ajker Patrika

সেদ্ধ ডিমের স্নোম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০৯: ৫২
সেদ্ধ ডিমের স্নোম্যান

তোমরা তো জানোই বিভিন্ন দেশে শীতকালে তুষারপাত হয়। যখন অনেক তুষারপাত হয়, তখন সেখানকার শিশুরা বরফ মুঠো করে করে স্নোম্যান বানায়। স্নোম্যান দেখতে কেমন হয় তা তো তোমরা জানোই। বিভিন্ন কার্টুন বা গল্পের বইয়ের পাতায় তো দেখেছ নিশ্চয়ই। আমাদের দেশে তো আর তুষারপাত হয় না, তাই তুমি চাইলেই বানাতে পারবে, তা তো নয়। তবে অন্য উপায়ে চলো দেখি স্নোম্যান বানানো যায় কি না।

যা লাগবে

  • সেদ্ধ ডিম দুটো
  • গাজর (গোল গোল করে ও ছোট তিন কোনা করে কেটে নিতে হবে)
  • লবঙ্গ পাঁচটা
  • টুথপিক

চলো বানাই

প্রথমে দুটো সেদ্ধ ডিম খোসা ছাড়িয়ে নাও। এরপর দুটো ডিমেরই একপাশ থেকে একটু কেটে নিতে হবে গোল করে। এতে করে প্লেটের ওপর সুন্দর করে বসানো যাবে। প্রথমে একটি ডিম বসাও। তার ওপর অন্য আরেকটি ডিম বসাও। এবার টুথপিক দিয়ে দুটো ডিম আটকে দাও। ওপরের ডিমটা হলো মাথা ও নিচেরটা হলো স্নোম্যানের টুপি। এবার গোল করে কাটা দুই টুকরো গাজর বসাও ডিমের ওপর। এটা হলো স্নোম্যানের টুপি। এবার দুটো লবঙ্গ দিয়ে বানাও স্নোম্যানের চোখ। আর তিনটি লবঙ্গ দিয়ে বানাও জামার বোতাম। এবার তিনকোনা করে কেটে রাখা গাজরের টুকরোটি দিয়ে নাক বানাও। এই তো হয়ে গেল স্নোম্যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত