Ajker Patrika

যশোরে ৮ মাসে যক্ষ্মা শনাক্ত ৩০২৩, মারা গেছে ৮ জন

যশোর প্রতিনিধি
যশোরে ৮ মাসে যক্ষ্মা শনাক্ত ৩০২৩, মারা গেছে ৮ জন

যশোরে চলতি বছরের প্রথম আট মাসে তিন হাজার ২৩ জন যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শিশু রয়েছে ৭৬ জন। একই সময়ে রোগটিতে মারা গেছে ১১ জন। গতকাল বুধবার সকালে রেড ক্রিসেন্ট যশোরের মিলনায়তনে আয়োজিত অ্যাডভোকেসি সভায় এসব তথ্য জানায় বেসরকারি সংস্থা ব্র্যাক।

বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) জেলা শাখার উদ্যোগে এবং ব্র্যাক যশোরের সহযোগিতায় এ সভা হয়।

সভায় জানানো হয়, আক্রান্তদের মধ্যে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৩৩২ জন। বর্তমানে জেলায় যক্ষ্মা রোগী রয়েছে দুই হাজার ৬৯১ জন।

সভায় বক্তারা বলেন, মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ছে। মানুষ এখন একটু কিছু হলেই চিকিৎসকের কাছে ছুটে যাচ্ছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যক্ষ্মা রোগী শনাক্তের জন্য জেলায় পরীক্ষা-নিরীক্ষার হারও বাড়ানো হয়েছে। বর্তমানে অত্যাধুনিক জিন এক্সপার্ট মেশিনের সাহায্যে যক্ষ্মা রোগী শনাক্তের শতভাগ নির্ভুল পরীক্ষা করা সম্ভব হচ্ছে। এরপরও সচেতনতার অভাবসহ নানা কারণে এখনো অনেক মানুষ চিকিৎসাকেন্দ্রে যান না। তাই সামাজিক আন্দোলন দরকার।

জেলা নাটাবের সভাপতি অ্যাডভোকেট জাফর সাদিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার রেহেনেওয়াজ। এ ছাড়া বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম বাতেন, জেলা নাটাবের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, ব্র্যাক যশোরের এরিয়া সুপারভাইজার শেখ শরিফুল ইসলাম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত