Ajker Patrika

আনসারের শোভাযাত্রা

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৬
আনসারের  শোভাযাত্রা

কুষ্টিয়ায় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল দশটার দিকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শোভাযাত্রাটি জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ক্যাম্প থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও ক্যাম্পে গিয়ে শেষ হয়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারা দেশে আনসার ও গ্রাম রক্ষা বাহিনীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। জেলা কার্যালয়ের তত্ত্বাবধানে ৫০ জন বিভিন্ন পদবির সদস্যের উপস্থিতিতে ৫০ মিনিট ধরে ৫০টি জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রাটি করা হয়।।

জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট সোহেলুর রহমান প্রধান অতিথি হিসেবে থেকে শোভাযাত্রা উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা শহিদুল ইসলাম, রেজওয়ান ইসলাম, সদর উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক বিপ্লব হোসেন, মিলন হোসেনসহ বিভিন্ন পদবির ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট সোহেলুর রহমান বলেন, ‘৩০ লাখ শহীদ আর দুই লাখ মা–বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। বাংলাদেশি হিসেবে আমাদের সবাইকে মনে–প্রাণে স্বাধীনতার চেতনাকে ধারণ করতে হবে।’

গতকাল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর, একাডেমি, রেঞ্জ, ৪২টি ব্যাটালিয়ন এবং ৬৪টি জেলা কার্যালয়ে একযোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে এসব আয়োজন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত