Ajker Patrika

আঞ্চলিক সমাবেশ বীর মুক্তিযোদ্ধাদের

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৪: ১৮
আঞ্চলিক সমাবেশ  বীর মুক্তিযোদ্ধাদের

পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধাদের আঞ্চলিক সমাবেশ হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই সমাবেশে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় পঞ্চগড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে। এটা আমাদের গর্বের বিষয়।’ এ সময় মন্ত্রী উপস্থিত সবাইকে দেশ প্রেম বিষয়ক শপথ বাক্য পাঠ করান।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শুরুতে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। পরে নাট্যদল ভূমিজ ও হিমালয় কন্যা থিয়েটারের পরিবেশনায় বিজয় পথে পথে পরিবেশিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত