সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে শহীদ স্মৃতি পার্কের নিরাপত্তাপ্রাচীর ভেঙে লোহার গ্রিল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে প্রাচীর ভেঙে গ্রিল চুরির এ ঘটনা ঘটে।
এদিকে, স্থানীয়দের মধ্যে বিজয় দিবস উদ্যাপনের আগ মুহূর্তে প্রাচীরটি ভেঙে ফেলায় নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। শহীদ মিনারসহ পুরো এলাকা ঘষামাজা করে রং করা হলেও এখনো দেয়ালটি সংস্কার করা হয়নি।
জানা যায়, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে রেলওয়ের বহু কর্মকর্তা-কর্মচারী শহীদ হন। তাঁদের স্মৃতির উদ্দেশ্যেই স্টেশন-সংলগ্ন এলাকায় দশমিক সাত একর জমিতে গড়ে তোলা হয় শহীদ মিনার ও শিশুপার্ক। পরবর্তীকালে ২০০৯ সালে এটি সংস্কার করা হয়। এর চারপাশে দেওয়া হয় প্রায় পাঁচ ফুট উচ্চতার নিরাপত্তাপ্রাচীর। যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে, সে জন্য এই প্রাচীরের ওপরের অংশে তিন ফুট উচ্চতার লোহার গ্রিল দেওয়া হয়।
মুক্তিযুদ্ধে রেলওয়ের যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের নামের স্মৃতিফলক স্থাপন করে এর নামকরণ করা হয় শহীদ স্মৃতি পার্ক। প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবসে রেলওয়ে প্রশাসনসহ স্থানীয়রা এখানকার শহীদ বেদি ও স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (কার্য) শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। যেহেতু বিষয়টি স্পর্শকাতর, তাই কে বা কারা এটি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান ওই কর্মকর্তা।
নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে শহীদ স্মৃতি পার্কের নিরাপত্তাপ্রাচীর ভেঙে লোহার গ্রিল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে প্রাচীর ভেঙে গ্রিল চুরির এ ঘটনা ঘটে।
এদিকে, স্থানীয়দের মধ্যে বিজয় দিবস উদ্যাপনের আগ মুহূর্তে প্রাচীরটি ভেঙে ফেলায় নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। শহীদ মিনারসহ পুরো এলাকা ঘষামাজা করে রং করা হলেও এখনো দেয়ালটি সংস্কার করা হয়নি।
জানা যায়, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে রেলওয়ের বহু কর্মকর্তা-কর্মচারী শহীদ হন। তাঁদের স্মৃতির উদ্দেশ্যেই স্টেশন-সংলগ্ন এলাকায় দশমিক সাত একর জমিতে গড়ে তোলা হয় শহীদ মিনার ও শিশুপার্ক। পরবর্তীকালে ২০০৯ সালে এটি সংস্কার করা হয়। এর চারপাশে দেওয়া হয় প্রায় পাঁচ ফুট উচ্চতার নিরাপত্তাপ্রাচীর। যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে, সে জন্য এই প্রাচীরের ওপরের অংশে তিন ফুট উচ্চতার লোহার গ্রিল দেওয়া হয়।
মুক্তিযুদ্ধে রেলওয়ের যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের নামের স্মৃতিফলক স্থাপন করে এর নামকরণ করা হয় শহীদ স্মৃতি পার্ক। প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবসে রেলওয়ে প্রশাসনসহ স্থানীয়রা এখানকার শহীদ বেদি ও স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (কার্য) শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। যেহেতু বিষয়টি স্পর্শকাতর, তাই কে বা কারা এটি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান ওই কর্মকর্তা।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫