Ajker Patrika

নিজের দেশের জন্য আমি গুরুত্বপূর্ণ

আপডেট : ২৫ মে ২০২২, ১১: ৩৭
নিজের দেশের জন্য আমি গুরুত্বপূর্ণ

ইউরোপীয় দলবদল আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই সবচেয়ে বড় নাটকটি মঞ্চস্থ হয়ে গেছে। রিয়াল মাদ্রিদে যাওয়ার সব প্রস্তুতি চূড়ান্ত করেও শেষ পর্যন্ত প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চুক্তি নবায়ন করেছেন কিলিয়ান এমবাপ্পে। এই ফরাসি তারকাকে নিয়ে রিয়াল-পিএসজির টানাটানি চলছিল ২০১৭ সাল থেকে। সম্প্রতি মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে নিজের দলবদলসহ অন্যান্য বিষয় তুলে ধরেছেন এমবাপ্পে। সেই সাক্ষাৎকারের চুম্বকাংশ থাকল এখানে।

প্রশ্ন: ৫ বছর আগে বলেছিলেন, আপনি একটি সোপ অপেরার অংশ। সেই সোপ অপেরা এখন কেমন যাচ্ছে, যেখানে আপনি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলেছেন।

কিলিয়ান এমবাপ্পে: এটা বিশেষ কিছু। শুধু মাত্র নতুন চুক্তি নিয়ে এমন কারও সঙ্গে কথা বলার বিষয়টি আমি কখনোই কল্পনা করিনি। তাঁর সঙ্গে এবং আরও অনেক গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে কথা বলাটা অবিশ্বাস্য বিষয়। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা আমার ছিল। নিজের দেশে থাকাটা আমার পছন্দ ছিল। কারণ, আমি ফ্রেঞ্চ আর পিএসজির নতুন প্রজেক্টের ও যুগের অংশ হতে পেরে আনন্দিত।

প্রশ্ন: আপনার চুক্তি নিয়ে অনেক কথা হচ্ছে। বিশ্বকাপের পর পিএসজি ছাড়ার কোনো ধারা কি চুক্তিতে যুক্ত আছে?

এমবাপ্পে: এমন ধারা স্পেনে থাকতে পারে, ফ্রান্সে নেই। সত্যি কথা বলতে, এই মুহূর্তে আমি শুধু আমার নতুন চুক্তি এবং পরের মৌসুম নিয়ে ভাবছি। এর বাইরে অন্য কিছু নিয়ে ভাবতে চাই না। কারণ, যদি আপনি বড় খেলোয়াড় হতে চান, তবে আপনার সবাইকে সম্মান করতে হবে। এখন আমি আমার ক্লাবকে সম্মান করি এবং আমি এখন পিএসজির খেলোয়াড়।

হ্যাঁ, আমি লিভারপুলের সঙ্গে কথা বলেছিলাম। কারণ, লাল আমার মায়ের পছন্দের রং এবং সে লিভারপুলকে ভালোবাসে। কেন? তাঁকে জিজ্ঞেস করিনি। তবে শেষ পর্যন্ত এটা রিয়াল ও পিএসজিতেই সীমাবদ্ধ ছিল। সবাই জানে, গত বছর রিয়াল মাদ্রিদে যেতে চেয়েছিলাম। আমার মনে হয়েছিল, গত বছর ক্লাব ছাড়াটা সঠিক সিদ্ধান্ত ছিল। তবে এবার বিষয়টা ভিন্ন। কারণ, আমি এখন ফ্রি এজেন্ট। আমি ফরাসি এবং আমি জানি নিজের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর আপনি যদি দেশের জন্য গুরুত্বপূর্ণ হন, তবে আপনাকে শুধু ফুটবল নিয়ে ভাবলেই চলবে না, জীবন নিয়েও ভাবতে হবে। ক্যারিয়ার শেষ করে আমাকে ফ্রান্সেই থাকতে হবে। এখানে পরিবার- বন্ধুবান্ধবদের সঙ্গেই থাকতে হবে।

প্রশ্ন: এখনো কি রিয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্ন দেখেন?

এমবাপ্পে: আমার মনে হয়, কয়েক দিন আগে চুক্তি স্বাক্ষর করে রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্নের কথা বলাটা অসম্মানজনক হবে।

প্রশ্ন: ভবিষ্যতে কখনো দেখেন কি না?

এমবাপ্পে: আমার স্বপ্ন ঠিক আছে। কিন্তু এখন আমি আমার নতুন চুক্তি এবং বর্তমানে মনোযোগ দিতে চাই। আপনি জানেন না, কখন কী হতে পারে।

প্রশ্ন: ফ্লোরেন্তিনো নাকি আপনাকে রিয়ালের জার্সি পাঠিয়েছেন। সেটার এখন কী হবে?

এমবাপ্পে: সে আমাকে তেমন কিছু দেয়নি।

প্রশ্ন: অনেকে বলছেন, আপনি টাকার জন্য প্যারিসে থেকে গেছেন।

এমবাপ্পে: এটা শুনে আমি একটু কষ্ট পেয়েছি। ফুটবল শুরু করার পর থেকে সবাইকে আমার খেলার আকাঙ্ক্ষা দেখিয়েছি। সব সময় ফুটবল, শিরোপা, গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে কথা বলেছি। টাকা নিয়ে কখনো কথা বলিনি। আমি ফ্লোরেন্তিনা পেরেজ কিংবা নাসের আল খেলাইফির সঙ্গে টাকা নিয়ে কোনো কথা বলিনি।

প্রশ্ন: চ্যাম্পিয়নস লিগ জেতার ঘোর এখনো আছে, নাকি এখন শুধুই লক্ষ্য?

এমবাপ্পে: এটা সব সময় আমার জন্য একটা ঘোরের বিষয়। এটা শুধু কোনো লক্ষ্য না, যেটা আমরা জিততে পারিনি, এটা একটা ঘোর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিচারককে ধন্যবাদ দিলেন হাসানুল হক ইনু

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

১৭ বছর পর আদালত অবমাননার রায়, সাবেক ডিসি-এডিসিসহ ৪ জনের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত