Ajker Patrika

সোলারচালিত ‘কাঠের গাড়ি’

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৯: ৩৮
সোলারচালিত ‘কাঠের গাড়ি’

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা। ‘স্মার্টফোনে আসক্তি: পড়াশোনার ক্ষতি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্‌যাপন উপলক্ষে উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। গতকাল বুধবার সকালে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজভিউ শহীদ চৌধুরী। এ মেলায় প্রদর্শিত হয়েছে সৌরবিদ্যুতে চালিত চার চাকার কাঠের তৈরি জিপ গাড়ি। রয়েছে বিদ্যুৎ দ্বারা চার্জের ব্যবস্থাও। ঘণ্টায় গতি ৪০ থেকে ৪৫ কিলোমিটার। পরিবেশবান্ধব কাঠের এ গাড়ি নজর কাড়ছে মেলায় আসা দর্শনার্থীদের।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫টি স্টল ও উপজেলা যুব উন্নয়ন প্রকল্পের একটি স্টল বসে। মেলার স্টলগুলো ঘুরে দেখা গেছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরা তাদের আবিষ্কৃত প্রযুক্তি ও বিজ্ঞানবিষয়ক বিভিন্ন বিষয় উপস্থাপন করছে। মেলায় আসা শিক্ষার্থী ও দর্শনার্থীরা সেসব সম্পর্কে জানছেন। তবে গাড়িটি দেখতে ভিড় করছেন উৎসুক লোকজন।

পৌর এলাকার হাঁপানিয়া গ্রামের তরুণ উদ্ভাবক এনামুল হক বুলবুল তাঁর ছোট ভাই ইমরানুল হককে নিয়ে সৌরবিদ্যুৎচালিত গাড়িটি তৈরি করেন। এনামুল হক বুলবুল বলেন, ‘নতুন কিছু করার আগ্রহ নিয়ে পরিবেশবান্ধব চার চাকার এই জিপ গাড়িটি তৈরি করেছি। ইলেকট্রিক গাড়ির ব্যবহার দিন দিন বাড়ছে। পরিবেশ ও জ্বালানি খরচের বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাঠ ব্যবহার করে সৌরবিদ্যুৎচালিত চার চাকার জিপ গাড়িটি তৈরি করা হয়েছে। এতে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি পরিবেশের কোনো ক্ষতি হবে না।’

বুলবুল আরও বলেন, গাড়িটি সৌরবিদ্যুতে চলবে। রয়েছে বিদ্যুৎ দিয়ে চার্জের ব্যবস্থাও। একবার চার্জে ১০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম এটি। যার ঘণ্টায় গতি ৪০ থেকে ৪৫ কিলোমিটার। যানটিতে আসন রয়েছে চারটি। এটি তৈরিতে প্রায় দেড় লাখ টাকা লেগেছে। সময় লেগেছে দুই থেকে তিন মাস।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল আজিজ আকন্দ বলেন, ‘বুলবুল একজন তরুণ উদ্যোক্তা। তাঁর উদ্ভাবিত এ যানটি মেলায় আগত দর্শনার্থীদের নজর কাড়ছে। উপজেলা যুব উন্নয়ন দপ্তর থেকে তাঁকে সহযোগিতা করা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে এই মেলা। নতুন নতুন উদ্ভাবন সম্পর্কে জানতে পারবে তাঁরা। এতে তারাও নতুন কিছু তৈরিতে আগ্রহী হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত