Ajker Patrika

ইসলামে গয়না পরার বিধান

মুফতি খালিদ কাসেমি
আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৪: ৫৮
ইসলামে গয়না পরার বিধান

ইসলামে গয়না পরার ক্ষেত্রে বিধিবিধান রয়েছে, যা নারী-পুরুষ সবার মেনে চলা আবশ্যক। পুরুষের জন্য সোনার তৈরি সব ধরনের গয়না পরা হারাম। রাসুল (সা.) বলেন, ‘রেশমের পোশাক ও স্বর্ণ আমার উম্মতের পুরুষদের জন্য অবৈধ করা হয়েছে। আর নারীদের জন্য তা বৈধ করা হয়েছে।’ (তিরমিজি)

পুরুষের জন্য রুপার তৈরি সব ধরনের গয়না পরাও নাজায়েজ। শুধু রুপার আংটি ব্যবহারের অনুমতিই রয়েছে। তবে আংটিতে ব্যবহৃত রুপার পরিমাণ যেন ৪ দশমিক ৩৭৪ গ্রামের কম হয়—বিষয়টি লক্ষ রাখতে হবে।

বুরায়দা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন এক ব্যক্তি পিতলের আংটি পরে নবী (সা.)-এর কাছে এলেন। তিনি তাঁকে বললেন, ‘ব্যাপার কী, আমি তোমার থেকে মূর্তির গন্ধ পাচ্ছি কেন?’ এ কথা শুনে সেই ব্যক্তি তা খুলে ফেলে দিল। এরপর সে ব্যক্তি একটি লোহার আংটি পরে এল। তিনি তাঁকে বললেন, ‘আমি তোমাকে জাহান্নামিদের গয়না পরা অবস্থায় দেখছি।’ তখন সেই ব্যক্তি তা খুলে ফেলে দিলেন। এবং বলল, ‘হে আল্লাহর রাসুল, আমি কী ধরনের আংটি ব্যবহার করব?’ তিনি বললেন, এক মিসকাল তথা ৪ দশমিক ৩৭৪ গ্রাম ওজনের কম রুপার তৈরি আংটি ব্যবহার করো।’ (মিশকাত)

হাদিসের আলোকে বোঝা গেল, পুরুষের জন্য রুপার আংটি ব্যবহার করা বৈধ। আর সোনা, লোহা এবং পিতলের আংটি পুরুষের জন্য নাজায়েজ। (রদ্দুল মুহতার) তবে লোহা, তামা ইত্যাদির ওপর যদি রুপার প্রলেপ থাকে তাহলে পুরুষেরা সেই আংটি পরতে পারবে। (ফাতাওয়া খানিয়া)

নারীদের জন্য সোনা, রুপা, লোহা, স্টিল, তামা, প্লাস্টিক, কাচ ইত্যাদি সব ধরনের ধাতব গয়না ব্যবহার করা বৈধ। তবে আংটির ক্ষেত্রে বিধান হলো, অন্য ধাতুর আংটি নারীদের জন্যও অবৈধ। কারণ এ ব্যাপারে হাদিসে নিষেধ এসেছে। (বাদায়েউস সানায়ে)

মুফতি খালিদ কাসেমি, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত