শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরসভার ফুটপাত ও সড়কগুলোতে অপরিকল্পিত গাড়ি পার্কিংয়ের কারণে প্রায় লেগে থাকে যানজট। এতে চলাচলে ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের।
পৌরসভার দাউদনগর বাজার মোড়, রেলস্টেশনের রাস্তা, ড্রাইভার বাজার মোড়, দেউন্দি সড়কের মোড়, পুরানবাজার মোড় এই পাঁচটি স্থানে প্রায়ই যানজট লেগে থাকে। বিশেষ করে শায়েস্তাগঞ্জ পোস্ট অফিস থেকে রেলওয়ে পার্কিং পর্যন্ত এই জায়গাটিতে চাঁদের গাড়ি এবং টমটমের অপরিকল্পিত পার্কিং যানজটের অন্যতম কারণ। দেউন্দি সড়কে শতাধিক টমটমের কারণে পুরো রাস্তাটি টমটমের দখলে। অথচ এ সড়কের আশপাশে রয়েছে একাধিক বিপণিবিতান। ফলে বাজারে আগতদের চলাচলে প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে।
বাজারে আগত একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, প্রত্যেকটি পার্কিংয়ে রিসিটের মাধ্যমে, কখনো কখনো রিসিট ছাড়াও টাকা উত্তোলন করা হচ্ছে। এদিকে পৌরসভাও এসব স্ট্যান্ড লিজ দিয়েছে। এদিকে টমটম চালকেরা বলছেন, তাঁরা টাকা দিয়েই গাড়ি চালাচ্ছেন। এতে তাঁদের কোনো দোষ নেই।
স্থানীয়রা জানান, জিপ গাড়িগুলো ফুটপাতের পাশে পার্কিং করে রাখা হয়েছে। দাঁড়িয়ে থাকা গাড়িগুলো রাস্তার ওপরেই যাত্রী ওঠা-নামা করে। ফুটপাতকেও পার্কিং হিসেবে ব্যবহার করার কারণে জনসাধারণ হাঁটতে পারছেন না। এতে প্রতিনিয়ত ঘটছে ছোটবড় দুর্ঘটনা।
এ ব্যাপারে উপজেলা জিপ মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মুকিতকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটি অনেক পুরোনো একটি পার্কিংয়ে স্থান। বর্তমানে রাস্তা সংস্কারের কারণে এবং রাস্তাটি বাঁক নেওয়ায় এ পার্কিং স্থানটি ছোট হয়ে গেছে। সুনির্দিষ্ট পার্কিং না থাকার কারণে যাত্রী বহনের জন্য রাস্তার ওপরেই যাত্রী ওঠানামা করাতে হচ্ছে। বিকল্প পার্কিংয়ের ব্যবস্থা করলে দ্রুত এখান থেকে পার্কিং স্থানান্তরিত করা হবে।
পৌরসভার মেয়র ফরিদ আহমদ আলী বলেন, ‘আমরা চেষ্টা করছি দ্রুত অস্থায়ী পার্কিং সরিয়ে আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করার। তা ছাড়া যানজট নিরসনের জন্য এবং জনগণের যাতায়াতের সুবিধার্থে পাঁচটি স্থানে পাঁচজন পৌরসভার অর্থায়নে লোক নিয়োগ করব, যাঁরা ট্রাফিকের মতোই দায়িত্ব পালন করবেন।’
উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম শিবলু বলেন, বাজারের প্রধান সড়কের ওপরে এভাবে গাড়ি পার্কিং করাসহ যাত্রী ওঠা-নামায় বাজারে আগতদের বিপাকে পড়তে হচ্ছে। এতে দোকানিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যানজটের কারণে অনেকে বাজারে আসেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখা উচিত।
অপরিকল্পিত পার্কিং ও যানজটের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমারও নজরে পড়েছে। ইতিমধ্যে আমি আইনশৃঙ্খলা মিটিংয়ে সেটি উত্থাপন করেছি। প্রশাসনের একার পক্ষে নয়, সাধারণ মানুষেরও কিছু কিছু দায়িত্ব নিতে হবে এবং যারা গাড়ির ব্যবসার সঙ্গে জড়িত তাদেরও বিষয়টি নিয়ে ভাবতে হবে। আমাদের পরিকল্পিতভাবে এগোতে হবে।’
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরসভার ফুটপাত ও সড়কগুলোতে অপরিকল্পিত গাড়ি পার্কিংয়ের কারণে প্রায় লেগে থাকে যানজট। এতে চলাচলে ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের।
পৌরসভার দাউদনগর বাজার মোড়, রেলস্টেশনের রাস্তা, ড্রাইভার বাজার মোড়, দেউন্দি সড়কের মোড়, পুরানবাজার মোড় এই পাঁচটি স্থানে প্রায়ই যানজট লেগে থাকে। বিশেষ করে শায়েস্তাগঞ্জ পোস্ট অফিস থেকে রেলওয়ে পার্কিং পর্যন্ত এই জায়গাটিতে চাঁদের গাড়ি এবং টমটমের অপরিকল্পিত পার্কিং যানজটের অন্যতম কারণ। দেউন্দি সড়কে শতাধিক টমটমের কারণে পুরো রাস্তাটি টমটমের দখলে। অথচ এ সড়কের আশপাশে রয়েছে একাধিক বিপণিবিতান। ফলে বাজারে আগতদের চলাচলে প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে।
বাজারে আগত একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, প্রত্যেকটি পার্কিংয়ে রিসিটের মাধ্যমে, কখনো কখনো রিসিট ছাড়াও টাকা উত্তোলন করা হচ্ছে। এদিকে পৌরসভাও এসব স্ট্যান্ড লিজ দিয়েছে। এদিকে টমটম চালকেরা বলছেন, তাঁরা টাকা দিয়েই গাড়ি চালাচ্ছেন। এতে তাঁদের কোনো দোষ নেই।
স্থানীয়রা জানান, জিপ গাড়িগুলো ফুটপাতের পাশে পার্কিং করে রাখা হয়েছে। দাঁড়িয়ে থাকা গাড়িগুলো রাস্তার ওপরেই যাত্রী ওঠা-নামা করে। ফুটপাতকেও পার্কিং হিসেবে ব্যবহার করার কারণে জনসাধারণ হাঁটতে পারছেন না। এতে প্রতিনিয়ত ঘটছে ছোটবড় দুর্ঘটনা।
এ ব্যাপারে উপজেলা জিপ মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মুকিতকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটি অনেক পুরোনো একটি পার্কিংয়ে স্থান। বর্তমানে রাস্তা সংস্কারের কারণে এবং রাস্তাটি বাঁক নেওয়ায় এ পার্কিং স্থানটি ছোট হয়ে গেছে। সুনির্দিষ্ট পার্কিং না থাকার কারণে যাত্রী বহনের জন্য রাস্তার ওপরেই যাত্রী ওঠানামা করাতে হচ্ছে। বিকল্প পার্কিংয়ের ব্যবস্থা করলে দ্রুত এখান থেকে পার্কিং স্থানান্তরিত করা হবে।
পৌরসভার মেয়র ফরিদ আহমদ আলী বলেন, ‘আমরা চেষ্টা করছি দ্রুত অস্থায়ী পার্কিং সরিয়ে আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করার। তা ছাড়া যানজট নিরসনের জন্য এবং জনগণের যাতায়াতের সুবিধার্থে পাঁচটি স্থানে পাঁচজন পৌরসভার অর্থায়নে লোক নিয়োগ করব, যাঁরা ট্রাফিকের মতোই দায়িত্ব পালন করবেন।’
উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম শিবলু বলেন, বাজারের প্রধান সড়কের ওপরে এভাবে গাড়ি পার্কিং করাসহ যাত্রী ওঠা-নামায় বাজারে আগতদের বিপাকে পড়তে হচ্ছে। এতে দোকানিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যানজটের কারণে অনেকে বাজারে আসেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখা উচিত।
অপরিকল্পিত পার্কিং ও যানজটের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমারও নজরে পড়েছে। ইতিমধ্যে আমি আইনশৃঙ্খলা মিটিংয়ে সেটি উত্থাপন করেছি। প্রশাসনের একার পক্ষে নয়, সাধারণ মানুষেরও কিছু কিছু দায়িত্ব নিতে হবে এবং যারা গাড়ির ব্যবসার সঙ্গে জড়িত তাদেরও বিষয়টি নিয়ে ভাবতে হবে। আমাদের পরিকল্পিতভাবে এগোতে হবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪