গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন তিনি। তাঁকে ছাড়া দলীয় কোনো কার্যক্রম বাস্তবায়ন হবে, এমন কল্পনা গত কয়েক বছরে কেউ করেনি। তাঁর দাপটে পাত্তাই পেতেন না কোনো নেতাই। এখন সেই তিনি, গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি দলের সব পদ হারিয়েছেন। তাঁর বিদায়ে চাঙা গাজীপুর মহানগর আওয়ামী লীগ।
নেতা-কর্মীরা বলছেন, জাহাঙ্গীরের বিদায়ে এরই মধ্যে গাজীপুর মহানগর আওয়ামী লীগের দৃশ্য পাল্টাতে শুরু করেছে। বিভেদ মুক্ত হয়ে আরও বেশি শক্তিশালী হয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে তাঁর অনুসারীদের দাবি, এতে দলের ক্ষতি হলো।
জাহাঙ্গীর আলম দায়িত্ব নেওয়ার পরে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান ও স্থানীয় সাংসদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে কোণঠাসা করে রাখা হয়। গত বছরে শেষের দিকে ৫৭টি ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। যাতে বাদ দেওয়া হয় আজমত উল্লাহ ও রাসেলের অনুসারীদের। সেই সময় প্রতিবাদও করা হয়। এতে কোনো লাভ হয়নি।
এ বিষয়ে আজমত উল্লাহ খান বলেন, ‘আওয়ামী লীগ আগের চাইতে শক্তিশালী হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে পাওয়ার পর আমরা মহানগর আওয়ামী লীগের সভা আহ্বান করব। সেখানেই প্রমাণ হবে আওয়ামী লীগ আগের চাইতে সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে।’
স্থানীয় আওয়ামী লীগ নেতারা এখন বলছেন, জাহাঙ্গীর আলমের উদ্যোগে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগের সভাপতির শেখ হাসিনার নাম উচ্চারণ না করে, স্লোগান দেওয়া হতো জাহাঙ্গীর আলমের নামে। তাঁদের দাবি, জাহাঙ্গীর আলম গাজীপুরে আওয়ামী লীগের ভিত্তি দুর্বল করার জন্য নানা প্রক্রিয়া ও কর্মসূচি বাস্তবায়ন করেছেন।
গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, গাজীপুরে আওয়ামী লীগ কখনোই কোনো ব্যক্তির ওপর নির্ভরশীল ছিল না। কেউ যদি দাবি করে, সে দলকে সংগঠিত করেছে, সেটি মনে হয় সঠিক নয়।
জাহাঙ্গীরকে গ্রেপ্তারের গুজব
গতকাল বিকেল থেকে গাজীপুরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান মন্তব্য ছড়িয়ে পড়ে। অনেক গণমাধ্যম কর্মীদের কাছেও বিষয়টি সম্পর্কে জানানতে চান। তবে একটি গণমাধ্যমকে তিনি বলেন, আমি আটক হইনি, এটা গুজব। গুজবই আমারে খাইল। আমি বাসাতেই আছি।
আজকের পত্রিকার পক্ষ থেকে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। পরে খুদেবার্তা পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন তিনি। তাঁকে ছাড়া দলীয় কোনো কার্যক্রম বাস্তবায়ন হবে, এমন কল্পনা গত কয়েক বছরে কেউ করেনি। তাঁর দাপটে পাত্তাই পেতেন না কোনো নেতাই। এখন সেই তিনি, গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি দলের সব পদ হারিয়েছেন। তাঁর বিদায়ে চাঙা গাজীপুর মহানগর আওয়ামী লীগ।
নেতা-কর্মীরা বলছেন, জাহাঙ্গীরের বিদায়ে এরই মধ্যে গাজীপুর মহানগর আওয়ামী লীগের দৃশ্য পাল্টাতে শুরু করেছে। বিভেদ মুক্ত হয়ে আরও বেশি শক্তিশালী হয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে তাঁর অনুসারীদের দাবি, এতে দলের ক্ষতি হলো।
জাহাঙ্গীর আলম দায়িত্ব নেওয়ার পরে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান ও স্থানীয় সাংসদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে কোণঠাসা করে রাখা হয়। গত বছরে শেষের দিকে ৫৭টি ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। যাতে বাদ দেওয়া হয় আজমত উল্লাহ ও রাসেলের অনুসারীদের। সেই সময় প্রতিবাদও করা হয়। এতে কোনো লাভ হয়নি।
এ বিষয়ে আজমত উল্লাহ খান বলেন, ‘আওয়ামী লীগ আগের চাইতে শক্তিশালী হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে পাওয়ার পর আমরা মহানগর আওয়ামী লীগের সভা আহ্বান করব। সেখানেই প্রমাণ হবে আওয়ামী লীগ আগের চাইতে সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে।’
স্থানীয় আওয়ামী লীগ নেতারা এখন বলছেন, জাহাঙ্গীর আলমের উদ্যোগে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগের সভাপতির শেখ হাসিনার নাম উচ্চারণ না করে, স্লোগান দেওয়া হতো জাহাঙ্গীর আলমের নামে। তাঁদের দাবি, জাহাঙ্গীর আলম গাজীপুরে আওয়ামী লীগের ভিত্তি দুর্বল করার জন্য নানা প্রক্রিয়া ও কর্মসূচি বাস্তবায়ন করেছেন।
গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, গাজীপুরে আওয়ামী লীগ কখনোই কোনো ব্যক্তির ওপর নির্ভরশীল ছিল না। কেউ যদি দাবি করে, সে দলকে সংগঠিত করেছে, সেটি মনে হয় সঠিক নয়।
জাহাঙ্গীরকে গ্রেপ্তারের গুজব
গতকাল বিকেল থেকে গাজীপুরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান মন্তব্য ছড়িয়ে পড়ে। অনেক গণমাধ্যম কর্মীদের কাছেও বিষয়টি সম্পর্কে জানানতে চান। তবে একটি গণমাধ্যমকে তিনি বলেন, আমি আটক হইনি, এটা গুজব। গুজবই আমারে খাইল। আমি বাসাতেই আছি।
আজকের পত্রিকার পক্ষ থেকে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। পরে খুদেবার্তা পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৯ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪