Ajker Patrika

কুয়াশা আনছে শীতের বার্তা

মোহাম্মদ উজ্জ্বল, মহম্মদপুর (মাগুরা)
আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৪: ৩৩
কুয়াশা আনছে শীতের বার্তা

ভোরের কুয়াশা আর রাতে ঠান্ডা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। কুয়াশাভেদ করে পূর্ব দিগন্তে উঁকি দিচ্ছে সূর্য। এভাবেই শীতের আগমন শুরু হয়েছে মাগুরায়।

গতকাল বৃহস্পতিবার জেলার বাবুখালী ইউনিয়নের চালিমিয়া গ্রামের খালপাড় এলাকায় ভোরে কুয়াশার ভেতরে সূর্যকে দেখে শীতের আগমন টের পাওয়া যাচ্ছিল। তবে শীত এখনো জাঁকিয়ে বসেনি। শীতের বার্তা কড়া নাড়া শুরু করেছে।

লেপ, কম্বল বের করতে শুরু করেছে বাড়ির গৃহিণীরা। দিনে গরম, রাতে শীতল হাওয়া আর ভোরের ঘন কুয়াশা বলে দিচ্ছে শীত আর দূরে নেই। কুয়াশামাখা প্রকৃতি আর ঘনিয়ে আসছে মাঠে মাঠে ফসল কাটার সময়, কৃষকের চোখেমুখে আনন্দের রেখা।

উৎসব আর আনন্দের মাঝে অনেক গ্রামে শুরু হয়েছে আগাম ধান কাটা। গ্রামাঞ্চলে একটু বেশি কুয়াশা পড়তে শুরু করেছে। মাগুরায় এখনো সেভাবে শীত অনুভূত না হলেও শেষ রাতে শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। শীত জেঁকে বসার আগেই মাগুরায় লেপ-তোশক তৈরির ধুম লেগে গেছে।

ভোরে দেখা যায়, কুয়াশায় ঢেকে রয়েছে রাস্তা-ঘাট। কচি ধান পাতায় জড়িয়ে রয়েছে মুক্তোর মতো শিশির বিন্দু। ঘাসের ওপরও ভোরের সূর্য কিরণে হালকা লালচে রঙের ঝিলিক দিচ্ছে শিশির। এসব দৃশ্যই শীতের আগমনী বার্তা দিচ্ছে এই জনপদে।

গত কয়েক দিন সকালে দেখা মিলছে সাদা ঘন কুয়াশার। এই কুয়াশা জানান দিচ্ছে শীতের আগাম বার্তা। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে ভোরের সোনালি রোদ। উত্তর থেকে আসছে শিরশিরে বাতাস। গাছ থেকে ঝরছে পাতা। শেষ রাতে গায়ে কাঁথা চাপাচ্ছেন অনেকেই। যদিও দিনে গরমের তীব্রতা খুব একটা কমেনি।

উপজেলার চালিমিয়া গ্রামের সুমন মোল্লা বলেন, ‘গত কয়েক দিনের হালকা বৃষ্টির কারণে এবার অনেক আগেই শীত অনুভব হচ্ছে। দিনে কিছুটা গরম থাকলেও গভীর রাত থেকে কুয়াশা পড়তে শুরু করে।’

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুস সোবহান আজকের পত্রিকাকে বলেন, ‘বিগত কয়েক দিন ভোর রাতে ও সকালে কুয়াশা পড়ছে। শীতের সঙ্গে তাপমাত্রা কমে আসতে শুরু করবে। এ বছর উপজেলায় শীতকালীন ফসল ভালো হবে বলে আশা করছি। ইতিমধ্যে কৃষকদের শীতকালীন সবজি চাষে উৎসাহ ও বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত