নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলের শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড সফর বাতিল হয়েছে। রাজনৈতিক অস্থিরতায় এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বিসিবির এইচপি দল। আর মাঠ সংকটের কারণে আয়ারল্যান্ড বাংলাদেশ সিরিজ আয়োজন করতে পারছে না।
গতকাল মঙ্গলবার বিসিবির এইচপি বিভাগের প্রধান নাঈমুর রহমান দুর্জয় সাংবাদিকদের বলেছেন, ‘এই মুহূর্তে শ্রীলঙ্কার পরিস্থিতি আমরা জানি। তাদের আর্থিক ও অর্থনৈতিক সমস্যার কারণে এটা আয়োজন করতে পারছে না। আর আয়ারল্যান্ডের যেটা সমস্যা হচ্ছে, ওদের মাঠের সংখ্যা খুব কম।’
আগামী ৮ মে দুই টেস্টের সিরিজ খেলতে লঙ্কানদের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। শ্রীলঙ্কায় অস্থিরতা থাকলেও তাদের বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী বিসিবি। সিরিজটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আর আয়োজক যেহেতু বিসিবি, আর্থিক বিষয়টা লঙ্কানদের জন্য বড় বাধা হবে না বলেই মনে করেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। গতকাল আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘এটা এফটিপি প্রতিশ্রুতির সিরিজ। এ ক্ষেত্রে খুব জটিল পরিস্থিতি না হলে তারা সাধারণত চালিয়ে যায়। আফগানিস্তান কিন্তু তাদের জটিল পরিস্থিতিতেই বাংলাদেশ সফর করে গেছে। সুতরাং এই সিরিজ নিয়েও আশাবাদী হওয়া উচিত।’
যাচ্ছেন না অ্যাথলেটরা
শ্রীলঙ্কায় চলমান সংকটের কারণে সেখানে যাওয়া হচ্ছে না বাংলাদেশের দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ান ও নুসরাত জামানের। কলম্বোয় ৮ এপ্রিল টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের এই অ্যাথলেটের।
গত পরশু টুর্নামেন্টটি আপাতত স্থগিতের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশের অংশ নেওয়ার কথা ছিল এই টুর্নামেন্টে। ১০০ মিটারে সুমাইয়া ও ৪০০ মিটার দৌড়ে অংশ নেওয়ার কথা ছিল নুসরাতের। আজ দুপুরে শ্রীলঙ্কায় রওনা দেওয়ার কথা ছিল তাদের। শেষ মুহূর্তে টুর্নামেন্ট স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু।
বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলের শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড সফর বাতিল হয়েছে। রাজনৈতিক অস্থিরতায় এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বিসিবির এইচপি দল। আর মাঠ সংকটের কারণে আয়ারল্যান্ড বাংলাদেশ সিরিজ আয়োজন করতে পারছে না।
গতকাল মঙ্গলবার বিসিবির এইচপি বিভাগের প্রধান নাঈমুর রহমান দুর্জয় সাংবাদিকদের বলেছেন, ‘এই মুহূর্তে শ্রীলঙ্কার পরিস্থিতি আমরা জানি। তাদের আর্থিক ও অর্থনৈতিক সমস্যার কারণে এটা আয়োজন করতে পারছে না। আর আয়ারল্যান্ডের যেটা সমস্যা হচ্ছে, ওদের মাঠের সংখ্যা খুব কম।’
আগামী ৮ মে দুই টেস্টের সিরিজ খেলতে লঙ্কানদের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। শ্রীলঙ্কায় অস্থিরতা থাকলেও তাদের বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী বিসিবি। সিরিজটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আর আয়োজক যেহেতু বিসিবি, আর্থিক বিষয়টা লঙ্কানদের জন্য বড় বাধা হবে না বলেই মনে করেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। গতকাল আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘এটা এফটিপি প্রতিশ্রুতির সিরিজ। এ ক্ষেত্রে খুব জটিল পরিস্থিতি না হলে তারা সাধারণত চালিয়ে যায়। আফগানিস্তান কিন্তু তাদের জটিল পরিস্থিতিতেই বাংলাদেশ সফর করে গেছে। সুতরাং এই সিরিজ নিয়েও আশাবাদী হওয়া উচিত।’
যাচ্ছেন না অ্যাথলেটরা
শ্রীলঙ্কায় চলমান সংকটের কারণে সেখানে যাওয়া হচ্ছে না বাংলাদেশের দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ান ও নুসরাত জামানের। কলম্বোয় ৮ এপ্রিল টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের এই অ্যাথলেটের।
গত পরশু টুর্নামেন্টটি আপাতত স্থগিতের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশের অংশ নেওয়ার কথা ছিল এই টুর্নামেন্টে। ১০০ মিটারে সুমাইয়া ও ৪০০ মিটার দৌড়ে অংশ নেওয়ার কথা ছিল নুসরাতের। আজ দুপুরে শ্রীলঙ্কায় রওনা দেওয়ার কথা ছিল তাদের। শেষ মুহূর্তে টুর্নামেন্ট স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫