নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রায় তিন মাস পর সারা দেশে আবার নিম্ন আয়ের মানুষের মধ্যে ভর্তুকি মূল্যে ডাল, পেঁয়াজ, চিনি ও সয়াবিন তেল বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। শোকের মাস আগস্ট উপলক্ষে গতকাল মঙ্গলবার এ কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে টিসিবির এ কার্যক্রমে ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া চাহিদার তুলনায় পণ্যের সরবরাহ কম বলে জানিয়েছেন ডিলাররা।
টিসিবি সূত্রে জানা গেছে, সারা দেশে এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে এই নিত্যপণ্য বিক্রি করা হবে। রাজধানীতে উত্তর সিটি করপোরেশনে ৩৩টি ওয়ার্ডে এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৩১টি ওয়ার্ডে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। পর্যায়ক্রমে টিসিবির পণ্য সব ওয়ার্ডে দেওয়া হবে।
গতকাল রাজধানীর আজিমপুর, পরীবাগ, কাঁঠালবাগানসহ আরও কয়েকটি বিক্রয়কেন্দ্রে গিয়ে ক্রেতাদের দীর্ঘ সারি দেখা গেছে। এ সময় পাশে দাঁড়িয়ে কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ করেন ভুক্তভোগীরা। তাঁরা বলেন, কোনো কোনো ফ্যামিলিতে তিন থেকে চারটা কার্ড ইস্যু করা হয়েছে। এ কারণে প্রকৃত দরিদ্র লোকজন টিসিবির পণ্য কিনতে পারছেন না।
কার্ডের জন্য আবেদন করেও কার্ড না পাওয়া আজিমপুর এলাকার বাসিন্দা মোজাফফর আহমেদ বলেন, ‘এক মাস আগে কাউন্সিলর কার্যালয়ে আইডি কার্ড জমা দিয়েও টিসিবির কার্ড পাইনি। আমি যে বাসায় দারোয়ানের চাকরি করি, সে বাসার মালিকসহ কয়েকজন একাধিক কার্ড পেয়েছেন।’
এদিকে পণ্য কিনতে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে ভোগান্তি পোহাতে হয়েছে অনেককে। কাঁঠালবাগান এলাকার মুরাদ নামের একজন বলেন, ‘সকাল থেকে এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পণ্য পেয়েছি। কিন্তু মালের পরিমাণ একেবারে কম। এটা নিতে এসে বলা যায় সারা দিন চলে যাচ্ছে।’
ডিলাররা বলছেন, চাহিদার তুলনায় তাঁরা পণ্য পেয়েছেন কম। পরীবাগ টিসিবি বিক্রয়কেন্দ্রের ডিলার মেসার্স রহিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাসিবুর রহমান বলেন, ‘যারা কিনতে আসে, তাদের চাহিদামতো পণ্য দিতে পারলে আমাদেরও ভালো লাগত। কিন্তু টিসিবি কর্তৃপক্ষ আমাদের যা দিয়েছে, তা দিয়েই যতটা সম্ভব আমরা বিতরণ করছি।’ তিনি আরও বলেন, ক্রেতাদের এক কেজি চিনি, দুই কেজি ডাল, পেঁয়াজ ও এক লিটার সয়াবিন তেল ৪৪৫ টাকায় দেওয়া হচ্ছে।
অনিয়ম হলে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী
এদিকে সরবরাহ কম থাকা এবং কার্ড প্রদানে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল সকালে বিক্রয় কার্যক্রম উদ্বোধনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চাহিদার তুলনায় পণ্য কম দেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘এক কোটি মানুষকে দিচ্ছি মানে এক কোটি পরিবার। দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে সবকিছু সাশ্রয় করার চেষ্টা করা হয়েছে।’
অনেক পরিবারে একাধিক সদস্য টিসিবির কার্ড পাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘কিছু অভিযোগ পেয়েছি। টিসিবিও বিষয়টি খতিয়ে দেখছে। এ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে রোববার টিসিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ১ আগস্ট দেশে ১ কোটি ‘ফ্যামিলি কার্ডধারী’ পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে তেল, চিনি, ডাল ও পেঁয়াজ বিক্রি শুরু হবে। তবে তা শুরু হলো এক দিন পর। কর্মসূচিতে নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে একজন কার্ডধারী ৫৫ টাকা দরে ১ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল এবং ২০ টাকা দরে ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।
প্রায় তিন মাস পর সারা দেশে আবার নিম্ন আয়ের মানুষের মধ্যে ভর্তুকি মূল্যে ডাল, পেঁয়াজ, চিনি ও সয়াবিন তেল বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। শোকের মাস আগস্ট উপলক্ষে গতকাল মঙ্গলবার এ কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে টিসিবির এ কার্যক্রমে ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া চাহিদার তুলনায় পণ্যের সরবরাহ কম বলে জানিয়েছেন ডিলাররা।
টিসিবি সূত্রে জানা গেছে, সারা দেশে এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে এই নিত্যপণ্য বিক্রি করা হবে। রাজধানীতে উত্তর সিটি করপোরেশনে ৩৩টি ওয়ার্ডে এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৩১টি ওয়ার্ডে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। পর্যায়ক্রমে টিসিবির পণ্য সব ওয়ার্ডে দেওয়া হবে।
গতকাল রাজধানীর আজিমপুর, পরীবাগ, কাঁঠালবাগানসহ আরও কয়েকটি বিক্রয়কেন্দ্রে গিয়ে ক্রেতাদের দীর্ঘ সারি দেখা গেছে। এ সময় পাশে দাঁড়িয়ে কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ করেন ভুক্তভোগীরা। তাঁরা বলেন, কোনো কোনো ফ্যামিলিতে তিন থেকে চারটা কার্ড ইস্যু করা হয়েছে। এ কারণে প্রকৃত দরিদ্র লোকজন টিসিবির পণ্য কিনতে পারছেন না।
কার্ডের জন্য আবেদন করেও কার্ড না পাওয়া আজিমপুর এলাকার বাসিন্দা মোজাফফর আহমেদ বলেন, ‘এক মাস আগে কাউন্সিলর কার্যালয়ে আইডি কার্ড জমা দিয়েও টিসিবির কার্ড পাইনি। আমি যে বাসায় দারোয়ানের চাকরি করি, সে বাসার মালিকসহ কয়েকজন একাধিক কার্ড পেয়েছেন।’
এদিকে পণ্য কিনতে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে ভোগান্তি পোহাতে হয়েছে অনেককে। কাঁঠালবাগান এলাকার মুরাদ নামের একজন বলেন, ‘সকাল থেকে এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পণ্য পেয়েছি। কিন্তু মালের পরিমাণ একেবারে কম। এটা নিতে এসে বলা যায় সারা দিন চলে যাচ্ছে।’
ডিলাররা বলছেন, চাহিদার তুলনায় তাঁরা পণ্য পেয়েছেন কম। পরীবাগ টিসিবি বিক্রয়কেন্দ্রের ডিলার মেসার্স রহিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাসিবুর রহমান বলেন, ‘যারা কিনতে আসে, তাদের চাহিদামতো পণ্য দিতে পারলে আমাদেরও ভালো লাগত। কিন্তু টিসিবি কর্তৃপক্ষ আমাদের যা দিয়েছে, তা দিয়েই যতটা সম্ভব আমরা বিতরণ করছি।’ তিনি আরও বলেন, ক্রেতাদের এক কেজি চিনি, দুই কেজি ডাল, পেঁয়াজ ও এক লিটার সয়াবিন তেল ৪৪৫ টাকায় দেওয়া হচ্ছে।
অনিয়ম হলে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী
এদিকে সরবরাহ কম থাকা এবং কার্ড প্রদানে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল সকালে বিক্রয় কার্যক্রম উদ্বোধনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চাহিদার তুলনায় পণ্য কম দেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘এক কোটি মানুষকে দিচ্ছি মানে এক কোটি পরিবার। দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে সবকিছু সাশ্রয় করার চেষ্টা করা হয়েছে।’
অনেক পরিবারে একাধিক সদস্য টিসিবির কার্ড পাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘কিছু অভিযোগ পেয়েছি। টিসিবিও বিষয়টি খতিয়ে দেখছে। এ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে রোববার টিসিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ১ আগস্ট দেশে ১ কোটি ‘ফ্যামিলি কার্ডধারী’ পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে তেল, চিনি, ডাল ও পেঁয়াজ বিক্রি শুরু হবে। তবে তা শুরু হলো এক দিন পর। কর্মসূচিতে নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে একজন কার্ডধারী ৫৫ টাকা দরে ১ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল এবং ২০ টাকা দরে ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪