Ajker Patrika

দুর্যোগে নিহতরা শহীদ

ইসলাম ডেস্ক
দুর্যোগে নিহতরা শহীদ

দুর্যোগ-দুর্ঘটনায় মৃত্যু কখনোই মানুষের কাম্য নয়। মহানবী (সা.) নিজেও দুর্ঘটনার মৃত্যু থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করেছেন। তবে কেউ দুর্ঘটনায় মারা গেলে হতাশ হওয়ার কিছু নেই। মহানবী (সা.) এমন ব্যক্তির জন্য বিরাট সুসংবাদ দিয়েছেন। দুর্ঘটনায় মৃত ব্যক্তিকে তিনি শহীদ হিসেবে আখ্যা দিয়েছেন।

ইসলামে শহীদ হওয়ার মর্যাদা অপরিসীম। আল্লাহর কাছে শহীদদের জন্য রয়েছে অসংখ্য পুরস্কার। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা শহীদদের সাধারণ মৃতদের সঙ্গে তুলনা করতে নিষেধ করেছেন। তাঁদের জান্নাতের পাখি আখ্যা দেওয়া হয়েছে।

হাদিসে বিভিন্ন দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের শাহাদাতের মর্যাদা দেওয়া হয়েছে। আবদুল্লাহ ইবনে জাবের (রা.) তাঁর বাবার সূত্রে বর্ণনা করেন, নবী তাঁর বাবা জাবের (রা.)-কে জীবনের অন্তিম সায়াহ্নে দেখতে এলেন। তাঁর কাছে গিয়ে দেখলেন নারীরা কেঁদে কেঁদে বলছে, ‘আমরা মনে করেছিলাম, আপনি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মারা যাবেন।’ তখন মহানবী (সা.) বললেন, ‘আল্লাহর রাস্তায় শহীদ না হলে তোমরা কাউকে শহীদ মনে করো না? এমন হলে তো তোমাদের শহীদের সংখ্যা অতি অল্পই হবে। আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি শহীদ, পেটের পীড়ায় মৃত ব্যক্তি শহীদ, আগুনে পুড়ে মৃত ব্যক্তি শহীদ, পানিতে ডুবে মৃত ব্যক্তি শহীদ, চাপা পড়ে মৃত ব্যক্তি শহীদ, নিউমোনিয়াজাতীয় কঠিন পীড়ায় মৃত ব্যক্তি শহীদ, যে নারী গর্ভাবস্থায় মৃত্যুবরণ করে সে-ও শহীদ…।’ (আবু দাউদ) 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত