Ajker Patrika

উচ্ছেদের পর ফের খাল দখল করে দোকান নির্মাণ

দোহার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১১: ২৯
উচ্ছেদের পর ফের খাল দখল করে দোকান নির্মাণ

ঢাকার দোহারে উপজেলার বউবাজার এলাকায় ছনটেকে সরকারি খালের গাইড ওয়ালের ওপর নির্মিত দোকান প্রশাসন ভেঙে দেওয়ার পর আবার দখলের অভিযোগ উঠেছে। তবে দোকানের মালিক জানান, তিনি নিজের জমিতেই দোকান নির্মাণ করেছেন।

জানা যায়, ওই খালের গাইড ওয়ালের ওপর অবৈধভাবে দোকান নির্মাণ করেন রতন সরকার নামে এক ব্যক্তি। চলতি বছরের ২১ জানুয়ারি উপজেলা প্রশাসন চারটি খুঁটি ভেঙে দেয়। গত সোমবার দুপুরে সরেজমিন দেখা যায়, সেখানে আবার দোকান নির্মাণ করেছেন রতন সরকার এবং সেই দোকান ভাড়াও দিয়েছেন তিনি।

দোকানের ভাড়াটিয়া পাপু বলেন, ‘আমি তো দোকান ভাড়া নিয়েছি, মাস গেলে ভাড়া দিই। আমি এর চেয়ে বেশি কিছু জানি না।’

এ বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা হলে তাঁরা বলেন, ‘এটা সরকারি খাল। আর এই খাল দখল করে দোকান নির্মাণ করায় প্রশাসন কয়েক মাস আগে ভেঙে দেয়। অবৈধ স্থাপনা নির্মাণের কারণে সরকারি খালটি ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে। এভাবে স্থাপনা তৈরি হলে আগামীতে এ খালের অস্তিত্ব থাকবে না।’

স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, ‘রতন সরকারের দাবি, এটা তাঁর জমি, আর প্রশাসনই অনুমতি দিয়েছে ঘর তোলার।’

রতন সরকার মোবাইল ফোনে বলেন, ‘আমি আমার জমিতে দোকান উঠিয়েছি, এটা সরকারি জমি না।’ কয়েক মাস আগে আপনার দোকানের খুঁটি ভেঙে দেয় প্রশাসন, তাহলে আবার কেন ঘর ওঠালেন—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার কাগজপত্র আছে, আমাকে আমার জায়গা মেপে বুঝিয়ে দেন।’

দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি বলেন, ‘এ বিষয়ে আমরা ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত