Ajker Patrika

মুম্বাইয়ে ফিজের ঘরবন্দী ঈদ

মুম্বাইয়ে ফিজের ঘরবন্দী ঈদ

ঈদ নিয়ে ভাবনা কী? এই প্রশ্নে মোস্তাফিজুর রহমান অনেকটাই নির্লিপ্ত। আরেকটি ঈদ তাঁর কাটবে হোটেলে, আরও নির্দিষ্ট করে ঘরবন্দী হয়ে। সেই ঈদ নিয়ে আর কি পরিকল্পনা থাকে!

গত বছর করোনায় আইপিএল স্থগিত হওয়ার পর ঈদুল ফিতরের আগেই বিশেষ ব্যবস্থায় ফিরেছিলেন দেশে। ফিরলেও পরিবারের সঙ্গে আর ঈদ করা হয়নি তাঁর। সরকারের নির্দেশনা মেনে কঠিন কোয়ারেন্টিন ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে কেটেছে রোজার ঈদ। ‘এর চেয়ে কঠিন সময় জীবনে কমই এসেছে। এভাবে সময় কাটানো যে কঠিন, বলে বোঝানো মুশকিল’—গত বছরের ঈদ অভিজ্ঞতা নিয়ে বলছিলেন মোস্তাফিজ। গত কোরবানির ঈদ কেটেছে জিম্বাবুয়ের হারারেতে। সেটি জাতীয় দলের সতীর্থদের সঙ্গে। এবারও তাঁর ঈদ কাটছে হোটেলে। দিল্লি ক্যাপিটালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে মোস্তাফিজ এখন মুম্বাইয়ে। আছেন হোটেল তাজমহলে।

করোনা সতর্কতায় হোটেলের বাইরে যাওয়ার সুযোগ নেই। ঈদ তাই ঘরেই কাটবে ফিজের। তবে তাঁর স্বস্তি, গত সপ্তাহে পাশে পেয়েছেন স্ত্রী সামিয়া পারভীন শিমুকে। বিদেশে আরেকটি ঈদ, উৎসবের রং কি অনুভব হয় মোস্তাফিজের? প্রশ্নটা যতবার করা হয়, বাঁহাতি পেসারের অভিন্ন উত্তর, ‘আমার ঈদের আনন্দ সব বাড়িতেই (সাতক্ষীরায়)। বাড়িতে গেলে ভাইদের নিয়ে নামাজ, বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি সবই হয়। বাড়িতে না থাকলে ঈদ নিয়ে কোনো পরিকল্পনা থাকে না। একরকম কেটে যায়।’ 
এবারও ঈদ ‘একরকম কেটে যাবে’ মোস্তাফিজের। আপাতত তাঁর ভাবনাজুড়ে আইপিএলের ম্যাচ। দুর্দান্ত খেলেই তিনি দর্শকদের বিনোদিত করতে চান, নিজেও আনন্দ পেতে চান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত