Ajker Patrika

বাসে যাতায়াতের সময়টা যেভাবে কাজে লাগাতে পারো

কাজী ফারহান হোসেন পূর্ব
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১১: ২৯
বাসে যাতায়াতের সময়টা যেভাবে কাজে লাগাতে পারো

অনেকের স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় বাসা থেকে দূরে হওয়ায় বাস, ট্রেন বা অন্যান্য যানবাহনে যাতায়াত করতে হয়। যানজট কিংবা দূরত্বের কারণে প্রচুর সময় অপচয় হয়ে যায়। অথচ একটু পরিকল্পনামাফিক চলতে পারলে সেই সময়টাও ভালো কাজে ব্যয় করা যায়। আর সেই কাজে লাগানো সময়গুলোই ভবিষ্যতে অনেক বড় সুফল বয়ে নিয়ে আসে। আজ সে রকমই কিছু কৌশল নিয়ে আলাপ করব।

সূত্রগুলো ঝালাই করে নাও

বিভিন্ন সূত্রের তালিকা তৈরি করে সেটা তোমার ব্যাগে রেখে দাও। বাসে উঠে ঠিকমতো বসার পর সেগুলোর ওপর চোখ বোলাতে থাকো। এভাবে তুমি বীজগণিত, ত্রিকোণমিতি, ইত্যাদির বিভিন্ন সূত্র সহজেই মুখস্থ এবং আত্মস্থ করে রাখতে পারবে। এ ছাড়াও পর্যায় সারণির মৌলগুলোর নাম, সেগুলোর পারমাণবিক সংখ্যা, ভর, ইত্যাদিও খুব সহজেই আত্মস্থ করে রাখতে পারবে। যাতায়াতের সময় বড় বড় রচনামূলক বিষয় দেখাটা একটু কঠিন হলেও সূত্রের মতো ছোট ছোট তথ্যমূলক বিষয়ে চোখ বোলানো কোনো ব্যাপারই নয়। কোনোকিছু মনে রাখার স্থায়িত্ব বাড়ানোর উপায় হলো সেটা বারবার পড়া। আর সেগুলোয় চোখ বোলানোর জন্য যাতায়াতের অবসর সময়ের মতো কার্যকর সময় খুব কমই পাবে। সব সময় মনে রাখতে হয়, এমন যেকোনো কিছুই তুমি বাসে বারবার পড়তে পার। যখন শিক্ষক প্রশ্ন করার মুহূর্তের মধ্যেই তুমি অঙ্কটি কোন সূত্রে সমাধান করা যাবে, তা বুঝতে পারবে অথবা যেকোনো মৌলের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা তুমি চট করে স্মৃতি থেকে কাজে লাগাতে পারবে তখন তোমার চমৎকার লাগবে।

নতুন নতুন ইংরেজি শব্দ শেখো

ব্যাগে ছোট একটি ইংরেজি থেকে বাংলা অভিধান রাখলে তুমি খুব সহজেই সেখান থেকে কিছু শব্দ শিখে নিতে পারো, যা তোমার ভবিষ্যতে অনেক উপকার করবে। শব্দ শেখার সঙ্গে সঙ্গে আরেকটা মজার অনুশীলন করতে পারো। সেটা হলো নতুন শেখা শব্দগুলো যানবাহনের বিভিন্ন ঘটনার সঙ্গে মিলিয়ে গল্প তৈরি করা। ধরে নেই তোমার আজকের শেখা শব্দগুলোর মধ্যে একটি হলো ‘opaque’ যার অর্থ অস্বচ্ছ। ধরো, তোমার বাসের জানালাটি অস্বচ্ছ। তাই তুমি এই শব্দটি দিয়ে তৎক্ষণাৎ একটা বাক্য গঠন করে ফেলতে পারো: ‘The window has become opaque because of not cleaning it properly.’

এভাবে তুমি যেকোনো ভাষার শব্দ এবং তার ব্যবহার আনন্দের সঙ্গে শিখে নিতে পার। সেগুলো তোমার মস্তিষ্কে গেঁথে যাবে!

গুরুত্বপূর্ণ এলাকার নামগুলো ব্যবহার করো

যাতায়াতের সময় বারবার একই পথ ব্যবহারের ফলে গুরুত্বপূর্ণ এলাকা, এলাকার বৈশিষ্ট্যগুলো আমাদের মাথায় স্থায়ীভাবে গেঁথে যায়। এই বিষয়টাও পড়াশোনায় খুব ভালোভাবেই কাজে লাগানো সম্ভব, যা একটি উদাহরণ দেখলেই বুঝবে। ধরো, তুমি মৌচাক থেকে মগবাজার যাবে। এ ক্ষেত্রে মৌচাক, মালিবাগ এবং মগবাজার এই তিনটি জায়গার নাম তোমার সব সময় ক্রমানুসারে মনে থাকবে। এখন ধরো, তোমাকে মধু, ফুল এবং দুধ এই তিনটি জিনিস কিনতে হবে। তাহলে এই বাজারের তালিকাটি তুমি খুব সহজেই মনে গেঁথে নিতে পারো একটা ছোট্ট গল্প তৈরি করে। গল্পটি হলো—‘মৌচাকের মধু খেয়ে মালী ফুলগাছের যত্ন নেওয়া শেষে মগ ভরে দুধ নিয়ে বাজারে যাচ্ছেন।’ এভাবে তুমি অনেক বড় বড় তালিকা তোমার পরিচিত জায়গার নামানুসারে গল্পের ছলে মজা করে শিখে নিতে পারো। মনে রাখবে, তুমি এই কাজটা যত আনন্দ নিয়ে করবে, তোমার মনে রাখার প্রবণতাও তত বেড়ে যাবে। আর এ ধরনের চিন্তা করার মতো অবসর সময় যাত্রাপথ ছাড়া আর কোথায় পাবে?

সঙ্গে যদি স্মার্টফোন থাকে

দূরে কোথাও বেড়াতে গেলে যদি তোমার সঙ্গে একটি স্মার্টফোন থাকে, তাহলে তো সোনায় সোহাগা। পছন্দমতো অ্যাপ, অডিও অথবা পিডিএফ ডাউনলোড করে নিয়ে যাবে এবং পুরো সময় শুধু গান না শুনে শিক্ষণীয় কন্টেন্টগুলো উপভোগ করবে।

সতর্কবার্তা

যাতায়াতের ক্ষেত্রে শুধু সঠিকভাবে নিরাপদে বসার পরেই কোনো কিছু পড়ায় মন দেবে। কখনোই ওঠা কিংবা নামার সময় অমনোযোগী হওয়া চলবে না। এতে তোমার এবং বাকি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত