কাজী ফারহান হোসেন পূর্ব
অনেকের স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় বাসা থেকে দূরে হওয়ায় বাস, ট্রেন বা অন্যান্য যানবাহনে যাতায়াত করতে হয়। যানজট কিংবা দূরত্বের কারণে প্রচুর সময় অপচয় হয়ে যায়। অথচ একটু পরিকল্পনামাফিক চলতে পারলে সেই সময়টাও ভালো কাজে ব্যয় করা যায়। আর সেই কাজে লাগানো সময়গুলোই ভবিষ্যতে অনেক বড় সুফল বয়ে নিয়ে আসে। আজ সে রকমই কিছু কৌশল নিয়ে আলাপ করব।
সূত্রগুলো ঝালাই করে নাও
বিভিন্ন সূত্রের তালিকা তৈরি করে সেটা তোমার ব্যাগে রেখে দাও। বাসে উঠে ঠিকমতো বসার পর সেগুলোর ওপর চোখ বোলাতে থাকো। এভাবে তুমি বীজগণিত, ত্রিকোণমিতি, ইত্যাদির বিভিন্ন সূত্র সহজেই মুখস্থ এবং আত্মস্থ করে রাখতে পারবে। এ ছাড়াও পর্যায় সারণির মৌলগুলোর নাম, সেগুলোর পারমাণবিক সংখ্যা, ভর, ইত্যাদিও খুব সহজেই আত্মস্থ করে রাখতে পারবে। যাতায়াতের সময় বড় বড় রচনামূলক বিষয় দেখাটা একটু কঠিন হলেও সূত্রের মতো ছোট ছোট তথ্যমূলক বিষয়ে চোখ বোলানো কোনো ব্যাপারই নয়। কোনোকিছু মনে রাখার স্থায়িত্ব বাড়ানোর উপায় হলো সেটা বারবার পড়া। আর সেগুলোয় চোখ বোলানোর জন্য যাতায়াতের অবসর সময়ের মতো কার্যকর সময় খুব কমই পাবে। সব সময় মনে রাখতে হয়, এমন যেকোনো কিছুই তুমি বাসে বারবার পড়তে পার। যখন শিক্ষক প্রশ্ন করার মুহূর্তের মধ্যেই তুমি অঙ্কটি কোন সূত্রে সমাধান করা যাবে, তা বুঝতে পারবে অথবা যেকোনো মৌলের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা তুমি চট করে স্মৃতি থেকে কাজে লাগাতে পারবে তখন তোমার চমৎকার লাগবে।
নতুন নতুন ইংরেজি শব্দ শেখো
ব্যাগে ছোট একটি ইংরেজি থেকে বাংলা অভিধান রাখলে তুমি খুব সহজেই সেখান থেকে কিছু শব্দ শিখে নিতে পারো, যা তোমার ভবিষ্যতে অনেক উপকার করবে। শব্দ শেখার সঙ্গে সঙ্গে আরেকটা মজার অনুশীলন করতে পারো। সেটা হলো নতুন শেখা শব্দগুলো যানবাহনের বিভিন্ন ঘটনার সঙ্গে মিলিয়ে গল্প তৈরি করা। ধরে নেই তোমার আজকের শেখা শব্দগুলোর মধ্যে একটি হলো ‘opaque’ যার অর্থ অস্বচ্ছ। ধরো, তোমার বাসের জানালাটি অস্বচ্ছ। তাই তুমি এই শব্দটি দিয়ে তৎক্ষণাৎ একটা বাক্য গঠন করে ফেলতে পারো: ‘The window has become opaque because of not cleaning it properly.’
এভাবে তুমি যেকোনো ভাষার শব্দ এবং তার ব্যবহার আনন্দের সঙ্গে শিখে নিতে পার। সেগুলো তোমার মস্তিষ্কে গেঁথে যাবে!
গুরুত্বপূর্ণ এলাকার নামগুলো ব্যবহার করো
যাতায়াতের সময় বারবার একই পথ ব্যবহারের ফলে গুরুত্বপূর্ণ এলাকা, এলাকার বৈশিষ্ট্যগুলো আমাদের মাথায় স্থায়ীভাবে গেঁথে যায়। এই বিষয়টাও পড়াশোনায় খুব ভালোভাবেই কাজে লাগানো সম্ভব, যা একটি উদাহরণ দেখলেই বুঝবে। ধরো, তুমি মৌচাক থেকে মগবাজার যাবে। এ ক্ষেত্রে মৌচাক, মালিবাগ এবং মগবাজার এই তিনটি জায়গার নাম তোমার সব সময় ক্রমানুসারে মনে থাকবে। এখন ধরো, তোমাকে মধু, ফুল এবং দুধ এই তিনটি জিনিস কিনতে হবে। তাহলে এই বাজারের তালিকাটি তুমি খুব সহজেই মনে গেঁথে নিতে পারো একটা ছোট্ট গল্প তৈরি করে। গল্পটি হলো—‘মৌচাকের মধু খেয়ে মালী ফুলগাছের যত্ন নেওয়া শেষে মগ ভরে দুধ নিয়ে বাজারে যাচ্ছেন।’ এভাবে তুমি অনেক বড় বড় তালিকা তোমার পরিচিত জায়গার নামানুসারে গল্পের ছলে মজা করে শিখে নিতে পারো। মনে রাখবে, তুমি এই কাজটা যত আনন্দ নিয়ে করবে, তোমার মনে রাখার প্রবণতাও তত বেড়ে যাবে। আর এ ধরনের চিন্তা করার মতো অবসর সময় যাত্রাপথ ছাড়া আর কোথায় পাবে?
সঙ্গে যদি স্মার্টফোন থাকে
দূরে কোথাও বেড়াতে গেলে যদি তোমার সঙ্গে একটি স্মার্টফোন থাকে, তাহলে তো সোনায় সোহাগা। পছন্দমতো অ্যাপ, অডিও অথবা পিডিএফ ডাউনলোড করে নিয়ে যাবে এবং পুরো সময় শুধু গান না শুনে শিক্ষণীয় কন্টেন্টগুলো উপভোগ করবে।
সতর্কবার্তা
যাতায়াতের ক্ষেত্রে শুধু সঠিকভাবে নিরাপদে বসার পরেই কোনো কিছু পড়ায় মন দেবে। কখনোই ওঠা কিংবা নামার সময় অমনোযোগী হওয়া চলবে না। এতে তোমার এবং বাকি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হবে।
অনেকের স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় বাসা থেকে দূরে হওয়ায় বাস, ট্রেন বা অন্যান্য যানবাহনে যাতায়াত করতে হয়। যানজট কিংবা দূরত্বের কারণে প্রচুর সময় অপচয় হয়ে যায়। অথচ একটু পরিকল্পনামাফিক চলতে পারলে সেই সময়টাও ভালো কাজে ব্যয় করা যায়। আর সেই কাজে লাগানো সময়গুলোই ভবিষ্যতে অনেক বড় সুফল বয়ে নিয়ে আসে। আজ সে রকমই কিছু কৌশল নিয়ে আলাপ করব।
সূত্রগুলো ঝালাই করে নাও
বিভিন্ন সূত্রের তালিকা তৈরি করে সেটা তোমার ব্যাগে রেখে দাও। বাসে উঠে ঠিকমতো বসার পর সেগুলোর ওপর চোখ বোলাতে থাকো। এভাবে তুমি বীজগণিত, ত্রিকোণমিতি, ইত্যাদির বিভিন্ন সূত্র সহজেই মুখস্থ এবং আত্মস্থ করে রাখতে পারবে। এ ছাড়াও পর্যায় সারণির মৌলগুলোর নাম, সেগুলোর পারমাণবিক সংখ্যা, ভর, ইত্যাদিও খুব সহজেই আত্মস্থ করে রাখতে পারবে। যাতায়াতের সময় বড় বড় রচনামূলক বিষয় দেখাটা একটু কঠিন হলেও সূত্রের মতো ছোট ছোট তথ্যমূলক বিষয়ে চোখ বোলানো কোনো ব্যাপারই নয়। কোনোকিছু মনে রাখার স্থায়িত্ব বাড়ানোর উপায় হলো সেটা বারবার পড়া। আর সেগুলোয় চোখ বোলানোর জন্য যাতায়াতের অবসর সময়ের মতো কার্যকর সময় খুব কমই পাবে। সব সময় মনে রাখতে হয়, এমন যেকোনো কিছুই তুমি বাসে বারবার পড়তে পার। যখন শিক্ষক প্রশ্ন করার মুহূর্তের মধ্যেই তুমি অঙ্কটি কোন সূত্রে সমাধান করা যাবে, তা বুঝতে পারবে অথবা যেকোনো মৌলের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা তুমি চট করে স্মৃতি থেকে কাজে লাগাতে পারবে তখন তোমার চমৎকার লাগবে।
নতুন নতুন ইংরেজি শব্দ শেখো
ব্যাগে ছোট একটি ইংরেজি থেকে বাংলা অভিধান রাখলে তুমি খুব সহজেই সেখান থেকে কিছু শব্দ শিখে নিতে পারো, যা তোমার ভবিষ্যতে অনেক উপকার করবে। শব্দ শেখার সঙ্গে সঙ্গে আরেকটা মজার অনুশীলন করতে পারো। সেটা হলো নতুন শেখা শব্দগুলো যানবাহনের বিভিন্ন ঘটনার সঙ্গে মিলিয়ে গল্প তৈরি করা। ধরে নেই তোমার আজকের শেখা শব্দগুলোর মধ্যে একটি হলো ‘opaque’ যার অর্থ অস্বচ্ছ। ধরো, তোমার বাসের জানালাটি অস্বচ্ছ। তাই তুমি এই শব্দটি দিয়ে তৎক্ষণাৎ একটা বাক্য গঠন করে ফেলতে পারো: ‘The window has become opaque because of not cleaning it properly.’
এভাবে তুমি যেকোনো ভাষার শব্দ এবং তার ব্যবহার আনন্দের সঙ্গে শিখে নিতে পার। সেগুলো তোমার মস্তিষ্কে গেঁথে যাবে!
গুরুত্বপূর্ণ এলাকার নামগুলো ব্যবহার করো
যাতায়াতের সময় বারবার একই পথ ব্যবহারের ফলে গুরুত্বপূর্ণ এলাকা, এলাকার বৈশিষ্ট্যগুলো আমাদের মাথায় স্থায়ীভাবে গেঁথে যায়। এই বিষয়টাও পড়াশোনায় খুব ভালোভাবেই কাজে লাগানো সম্ভব, যা একটি উদাহরণ দেখলেই বুঝবে। ধরো, তুমি মৌচাক থেকে মগবাজার যাবে। এ ক্ষেত্রে মৌচাক, মালিবাগ এবং মগবাজার এই তিনটি জায়গার নাম তোমার সব সময় ক্রমানুসারে মনে থাকবে। এখন ধরো, তোমাকে মধু, ফুল এবং দুধ এই তিনটি জিনিস কিনতে হবে। তাহলে এই বাজারের তালিকাটি তুমি খুব সহজেই মনে গেঁথে নিতে পারো একটা ছোট্ট গল্প তৈরি করে। গল্পটি হলো—‘মৌচাকের মধু খেয়ে মালী ফুলগাছের যত্ন নেওয়া শেষে মগ ভরে দুধ নিয়ে বাজারে যাচ্ছেন।’ এভাবে তুমি অনেক বড় বড় তালিকা তোমার পরিচিত জায়গার নামানুসারে গল্পের ছলে মজা করে শিখে নিতে পারো। মনে রাখবে, তুমি এই কাজটা যত আনন্দ নিয়ে করবে, তোমার মনে রাখার প্রবণতাও তত বেড়ে যাবে। আর এ ধরনের চিন্তা করার মতো অবসর সময় যাত্রাপথ ছাড়া আর কোথায় পাবে?
সঙ্গে যদি স্মার্টফোন থাকে
দূরে কোথাও বেড়াতে গেলে যদি তোমার সঙ্গে একটি স্মার্টফোন থাকে, তাহলে তো সোনায় সোহাগা। পছন্দমতো অ্যাপ, অডিও অথবা পিডিএফ ডাউনলোড করে নিয়ে যাবে এবং পুরো সময় শুধু গান না শুনে শিক্ষণীয় কন্টেন্টগুলো উপভোগ করবে।
সতর্কবার্তা
যাতায়াতের ক্ষেত্রে শুধু সঠিকভাবে নিরাপদে বসার পরেই কোনো কিছু পড়ায় মন দেবে। কখনোই ওঠা কিংবা নামার সময় অমনোযোগী হওয়া চলবে না। এতে তোমার এবং বাকি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫