মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলার বালিগাঁও ছায়া-সুনিবিড় এক পল্লিগ্রাম। প্রতিবছর বিজয় দিবসকে কেন্দ্র করে এখানে বিজয় মেলা ও লোকজ উৎসবের আয়োজন করা হয়। দেড় যুগ ধরে মুক্তিযুদ্ধের চেতনা, গ্রামীণ খেলাধুলা ও মেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ উৎসবে। দুই দিনব্যাপী এ ঐতিহ্যবাহী অনুষ্ঠান শেষ হয়েছে রোববার মধ্যরাতে।
আয়োজকেরা জানান, মুক্তিযুদ্ধভিত্তিক কথা, কবিতা, গান-নাচ, মুক্তিযোদ্ধা সম্মাননা, মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী করা হয় এ অনুষ্ঠানে। গ্রামীণ উপকরণে গ্রামীণ মেলা এবং মেঠোপথে সুসজ্জিত শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হলো প্রত্যন্ত গ্রাম বালিগাঁওয়ের দুদিনের বিজয় মেলা ও লোকজ উৎসব। ১৮ ডিসেম্বর অনুষ্ঠানটি শুরু হয়ে ১৯ ডিসেম্বর শেষ হয়। তবে সার্বিক আয়োজনে দেড় থেকে দুই লাখ টাকা খরচ হয়। এই টাকা গ্রামের ব্যবসায়ী, চাকরিজীবী এবং প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে দিয়ে থাকেন।
স্বেচ্ছাসেবক ফাল্গুনী বৃষ্টি বলেন, ‘গ্রামের সবার সহযোগিতায় প্রতিবছর এ উৎসব করে থাকি। গ্রামের সবাই টাকাসহ সব ধরনের সহযোগিতা করেন। উৎসবের প্রতিটা ধাপ আমরা স্বেচ্ছাসেবকেরা ভাগ করে নিয়ে সমন্বয় করে থাকি।’
খেলাধুলা পরিচালনার দায়িত্বে ছিলেন তাহেন আহমেদ। তিনি বলেন, ‘প্রায় ৩০টি খেলাধুলায় উপজেলার বিভিন্ন জায়গা থেকে অনেকে অংশ নেন। যে খেলাগুলো হারিয়ে যাচ্ছে, আমরা সেগুলো উৎসবের মধ্য দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি।’
স্বেচ্ছাসেবক ইমরান খান বলেন, সুসজ্জিত বিজয় শোভাযাত্রা, গ্রামীণ বিলুপ্তপ্রায় খেলাসহ ৩০টি খেলাধুলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পথনাটক, মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি-সিনেমা প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয় ভেজা মাটির সোঁদা গন্ধের এ উৎসব।
শহীদ দানু মিয়ার সন্তান আতাউর রহমান মধু জানান, একাত্তর সালে আমার বাবা বালিগাঁওয়ের সন্তান দানু মিয়াকে পাকিস্তানি বাহিনী হত্যা করে। গ্রামের তরুণেরা শহীদ দানু মিয়ার নামে একটি পাঠাগার গড়ে তুলেছেন। আমার বাবা দানু মিয়া ও মুক্তিযোদ্ধাদের স্মরণে দেড় যুগ ধরে এ উৎসব পালন করে আসছে তাঁরা। আমরা সবসময় তাঁদের সহযোগিতা দিয়ে আসছি।
প্রতিবছরের ন্যায় এবারও রাজনগর উপজেলার দুজন মুক্তিযোদ্ধা শীতেশ দেব এবং দিজেন্দ্র কুমার দেবকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বিজয় উৎসবের আয়োজক আব্দুল হান্নান জানান, বিজয়ের ৫০ বছরটি আমরা ব্যতিক্রমীভাবে পালনের চেষ্টা করেছি। মুক্তিযুদ্ধে শহীদ ‘শহীদ দানু মিয়া স্মৃতি পাঠাগার’ কর্তৃক বিজয় উৎসবের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও গ্রামীণ খেলাধুলার সঙ্গে নতুন প্রজন্ম সম্পৃক্ত থাকবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর বাংলাদেশ গড়তে কার্যকরী ভূমিকা রাখবে, এটাই আমাদের উদ্দেশ্য। আমাদের এ উৎসব আয়োজন অব্যাহত থাকবে।
মৌলভীবাজার জেলার বালিগাঁও ছায়া-সুনিবিড় এক পল্লিগ্রাম। প্রতিবছর বিজয় দিবসকে কেন্দ্র করে এখানে বিজয় মেলা ও লোকজ উৎসবের আয়োজন করা হয়। দেড় যুগ ধরে মুক্তিযুদ্ধের চেতনা, গ্রামীণ খেলাধুলা ও মেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ উৎসবে। দুই দিনব্যাপী এ ঐতিহ্যবাহী অনুষ্ঠান শেষ হয়েছে রোববার মধ্যরাতে।
আয়োজকেরা জানান, মুক্তিযুদ্ধভিত্তিক কথা, কবিতা, গান-নাচ, মুক্তিযোদ্ধা সম্মাননা, মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী করা হয় এ অনুষ্ঠানে। গ্রামীণ উপকরণে গ্রামীণ মেলা এবং মেঠোপথে সুসজ্জিত শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হলো প্রত্যন্ত গ্রাম বালিগাঁওয়ের দুদিনের বিজয় মেলা ও লোকজ উৎসব। ১৮ ডিসেম্বর অনুষ্ঠানটি শুরু হয়ে ১৯ ডিসেম্বর শেষ হয়। তবে সার্বিক আয়োজনে দেড় থেকে দুই লাখ টাকা খরচ হয়। এই টাকা গ্রামের ব্যবসায়ী, চাকরিজীবী এবং প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে দিয়ে থাকেন।
স্বেচ্ছাসেবক ফাল্গুনী বৃষ্টি বলেন, ‘গ্রামের সবার সহযোগিতায় প্রতিবছর এ উৎসব করে থাকি। গ্রামের সবাই টাকাসহ সব ধরনের সহযোগিতা করেন। উৎসবের প্রতিটা ধাপ আমরা স্বেচ্ছাসেবকেরা ভাগ করে নিয়ে সমন্বয় করে থাকি।’
খেলাধুলা পরিচালনার দায়িত্বে ছিলেন তাহেন আহমেদ। তিনি বলেন, ‘প্রায় ৩০টি খেলাধুলায় উপজেলার বিভিন্ন জায়গা থেকে অনেকে অংশ নেন। যে খেলাগুলো হারিয়ে যাচ্ছে, আমরা সেগুলো উৎসবের মধ্য দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি।’
স্বেচ্ছাসেবক ইমরান খান বলেন, সুসজ্জিত বিজয় শোভাযাত্রা, গ্রামীণ বিলুপ্তপ্রায় খেলাসহ ৩০টি খেলাধুলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পথনাটক, মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি-সিনেমা প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয় ভেজা মাটির সোঁদা গন্ধের এ উৎসব।
শহীদ দানু মিয়ার সন্তান আতাউর রহমান মধু জানান, একাত্তর সালে আমার বাবা বালিগাঁওয়ের সন্তান দানু মিয়াকে পাকিস্তানি বাহিনী হত্যা করে। গ্রামের তরুণেরা শহীদ দানু মিয়ার নামে একটি পাঠাগার গড়ে তুলেছেন। আমার বাবা দানু মিয়া ও মুক্তিযোদ্ধাদের স্মরণে দেড় যুগ ধরে এ উৎসব পালন করে আসছে তাঁরা। আমরা সবসময় তাঁদের সহযোগিতা দিয়ে আসছি।
প্রতিবছরের ন্যায় এবারও রাজনগর উপজেলার দুজন মুক্তিযোদ্ধা শীতেশ দেব এবং দিজেন্দ্র কুমার দেবকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বিজয় উৎসবের আয়োজক আব্দুল হান্নান জানান, বিজয়ের ৫০ বছরটি আমরা ব্যতিক্রমীভাবে পালনের চেষ্টা করেছি। মুক্তিযুদ্ধে শহীদ ‘শহীদ দানু মিয়া স্মৃতি পাঠাগার’ কর্তৃক বিজয় উৎসবের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও গ্রামীণ খেলাধুলার সঙ্গে নতুন প্রজন্ম সম্পৃক্ত থাকবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর বাংলাদেশ গড়তে কার্যকরী ভূমিকা রাখবে, এটাই আমাদের উদ্দেশ্য। আমাদের এ উৎসব আয়োজন অব্যাহত থাকবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৯ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৯ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৯ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫