Ajker Patrika

বাজারের বর্জ্য খেলার মাঠে

জৈন্তাপুর প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১০: ৪১
বাজারের বর্জ্য খেলার মাঠে

জৈন্তাপুর রাজবাড়ী ফুটবল মাঠ এখন বর্জ্য ফেলার ভাগাড়ে পরিণত হয়েছে। দীর্ঘ দিন ধরে বাজারের ব্যবসায়ী ও ইজারাদারেরা বর্জ্য ফেলে মাঠটিকে খেলার অনুপযুক্ত করে রেখেছেন। মাঠটি ঐতিহ্য হারিয়ে বাজারের ময়লা আবর্জনার ডাস্টবিনে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, উত্তর সিলেটের ঐতিহ্যবাহী জৈন্তাপুর রাজবাড়ী ফুটবল মাঠটিতে জৈন্তাপুর বাজারের সব ধরনের বর্জ্য ফেলা হচ্ছে। বর্জ্যের স্তূপ জমে দুর্গন্ধ ছড়াচ্ছে আশপাশে। মাঠে অনুশীলন করতে পারছেন না খেলোয়াড়েরা। দুর্গন্ধের কারণে মাঠের পাশে মর্নিং বার্ডস কিন্ডার গার্টেন ও জৈন্তা দারুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থীসহ আশপাশের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন।

সাবেক দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরিন করিম ও নাহিদা পারভিনের কাছে ফুটবলাররা বর্জ্য অপসারণের দাবি জানান। কিন্তু কোনো লাভ তো হয়ইনি বরং দিন দিন ফুটবল মাঠটি ময়লা আবর্জনার নিরাপদ ডাস্টবিনে পরিণত হয়েছে।

জৈন্তা ফুটবল একাডেমির প্রশিক্ষক আমান উল্লাহ বলেন, ‘আমরা উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার জানানোর পরও মাঠটিতে বাজারের ময়লা-আবর্জনা ফেলা বন্ধ হচ্ছে না। সর্বশেষ আমরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদকে বিষয়টি জানিয়েছি। তিনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।’

এদিকে গতকাল সোমবার জৈন্তাপুর রাজবাড়ী মাঠ পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, প্রবাসী সিরাজুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত