Ajker Patrika

টাইব্রেকারে জিতল জোতদৈবকী ক্রীড়া সংঘ

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৩: ২৬
টাইব্রেকারে জিতল জোতদৈবকী ক্রীড়া সংঘ

নাটোরের লালপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় জোতদৈবকী ক্রীড়া সংঘ টাইব্রেকারে ৪-৩ গোলে শিপন হোন্ডা হাউস একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় লালপুর খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে লালপুর কলেজমাঠে ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক আশরাফুল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ওহি। ধারাভাষ্যকার ছিলেন গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক হারুনুর রশিদ হারুন ও আব্দুল হালিম। খেলা পরিচালনা করেন বাবু।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আবদুল্লাহ আল হাসান তনু চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন মঞ্জিল পুকুর কৃষি ও কারিগরি বাণিজ্যিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, লালপুর পাবলিক লাইব্রেরির সভাপতি আব্দুল ওয়াদুদ, খেলোয়াড় কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম শাহিন প্রমুখ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত