কুষ্টিয়া প্রতিনিধি
কোরবানির জন্য কেনা হয়েছিল পশু; ভাই মাহবুবের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে যাওয়ার জন্য বানিয়েছিলেন একই রঙের পাঞ্জাবিও। কিন্তু সেই পাঞ্জাবি পরে আর নামাজে যাওয়া হয়নি। পশুও কোরবানি দেওয়া হয়নি। তার আগেই দুর্বৃত্তরা কেড়ে নিল সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের প্রাণ।
৩ জুলাই রাত ৯টার পর কুষ্টিয়া শহরের বাবর আলী গেট এলাকা থেকে নিখোঁজ হন রুবেল। পরে ৬ জুলাই বেলা দেড়টার দিকে কুমারখালীর গড়াই নদ থেকে ভাসমান অবস্থায় রুবেলের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। রুবেল হত্যাকাণ্ডের ১০ দিন পার হলেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
সবকিছু ঠিকঠাক থাকলে যে বাড়িতে ১০ জুলাই থেকে ঈদের আনন্দ বিরাজ করার কথা, সেই বাড়িতে এখন শোকের মাতম। জানা গেছে, রুবেল ছিলেন পরিবারের অন্যতম প্রধান উপার্জনকারী। তাঁর বাবা মারা যাওয়ার পর রুবেল হাল ধরেন ওই সংসারের। হাসি-খুশি মানুষ হওয়ার কারণে পরিবারের মধ্যমণিও ছিলেন রুবেল। তাঁর এ করুণ মৃত্যু পরিবারের সদস্যসহ জেলার সাংবাদিকদের হতভম্ব করে দিয়েছে। রুবেল নিখোঁজ হওয়া ও তাঁর লাশ উদ্ধারের পর থেকে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে তার পরিবার।
এদিকে লাশ উদ্ধারের ১০ দিন পরও সাংবাদিক রুবেলের কোনো ঘাতক এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। পুলিশ বলছে, অগ্রগতি আছে। আর সাংবাদিক নেতারা বলছেন, পুলিশ ব্যর্থ, এ নিয়ে নাটক তৈরি হচ্ছে।
রুবেলের স্বজনদের দাবি, রুবেল ব্যক্তিগত সমস্যার কথা তাদের না জানালেও ঠিকাদারি কাজ পাওয়া নিয়ে কিছু প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে তার খারাপ সম্পর্ক চলছিল। এ ছাড়া একটি ঠিকাদারি সিন্ডিকেটের বিভিন্ন কাজের খোঁজখবর নিচ্ছিলেন সাংবাদিক রুবেল। পরিবারের সদস্যদের মাধ্যমে আরও জানা যায়, একটি প্রতিষ্ঠানের কাজ পাওয়ার জন্য লবিং করছিলেন রুবেল। এ জন্য তিনি বেশ কয়েকজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন।
জানতে চাইলে রুবেলের একমাত্র চাচা এবং রুবেল হত্যা মামলার বাদী মিজানুর রহমান বলেন, আমরা হতাশ, সেই সঙ্গে পরিবারের সবাই এখন চরম আতঙ্কের মধ্যে বাস করছি।
রুবেলের ভাই মাহবুব বলেন, আমার ভাই চলে গেছে, কিন্তু তাকে যারা হত্যা করেছে, তাদের এখনো ধরতে পারেনি পুলিশ। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। ভাই নিখোঁজ হওয়ার পর পুলিশকে জানিয়েছিলাম। সে সময় পুলিশ যদি ভালোভাবে কাজ করত, তাহলে হয়তো আমার ভাইকে জীবিত ফেরত পেতাম।
কোরবানির জন্য কেনা হয়েছিল পশু; ভাই মাহবুবের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে যাওয়ার জন্য বানিয়েছিলেন একই রঙের পাঞ্জাবিও। কিন্তু সেই পাঞ্জাবি পরে আর নামাজে যাওয়া হয়নি। পশুও কোরবানি দেওয়া হয়নি। তার আগেই দুর্বৃত্তরা কেড়ে নিল সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের প্রাণ।
৩ জুলাই রাত ৯টার পর কুষ্টিয়া শহরের বাবর আলী গেট এলাকা থেকে নিখোঁজ হন রুবেল। পরে ৬ জুলাই বেলা দেড়টার দিকে কুমারখালীর গড়াই নদ থেকে ভাসমান অবস্থায় রুবেলের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। রুবেল হত্যাকাণ্ডের ১০ দিন পার হলেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
সবকিছু ঠিকঠাক থাকলে যে বাড়িতে ১০ জুলাই থেকে ঈদের আনন্দ বিরাজ করার কথা, সেই বাড়িতে এখন শোকের মাতম। জানা গেছে, রুবেল ছিলেন পরিবারের অন্যতম প্রধান উপার্জনকারী। তাঁর বাবা মারা যাওয়ার পর রুবেল হাল ধরেন ওই সংসারের। হাসি-খুশি মানুষ হওয়ার কারণে পরিবারের মধ্যমণিও ছিলেন রুবেল। তাঁর এ করুণ মৃত্যু পরিবারের সদস্যসহ জেলার সাংবাদিকদের হতভম্ব করে দিয়েছে। রুবেল নিখোঁজ হওয়া ও তাঁর লাশ উদ্ধারের পর থেকে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে তার পরিবার।
এদিকে লাশ উদ্ধারের ১০ দিন পরও সাংবাদিক রুবেলের কোনো ঘাতক এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। পুলিশ বলছে, অগ্রগতি আছে। আর সাংবাদিক নেতারা বলছেন, পুলিশ ব্যর্থ, এ নিয়ে নাটক তৈরি হচ্ছে।
রুবেলের স্বজনদের দাবি, রুবেল ব্যক্তিগত সমস্যার কথা তাদের না জানালেও ঠিকাদারি কাজ পাওয়া নিয়ে কিছু প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে তার খারাপ সম্পর্ক চলছিল। এ ছাড়া একটি ঠিকাদারি সিন্ডিকেটের বিভিন্ন কাজের খোঁজখবর নিচ্ছিলেন সাংবাদিক রুবেল। পরিবারের সদস্যদের মাধ্যমে আরও জানা যায়, একটি প্রতিষ্ঠানের কাজ পাওয়ার জন্য লবিং করছিলেন রুবেল। এ জন্য তিনি বেশ কয়েকজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন।
জানতে চাইলে রুবেলের একমাত্র চাচা এবং রুবেল হত্যা মামলার বাদী মিজানুর রহমান বলেন, আমরা হতাশ, সেই সঙ্গে পরিবারের সবাই এখন চরম আতঙ্কের মধ্যে বাস করছি।
রুবেলের ভাই মাহবুব বলেন, আমার ভাই চলে গেছে, কিন্তু তাকে যারা হত্যা করেছে, তাদের এখনো ধরতে পারেনি পুলিশ। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। ভাই নিখোঁজ হওয়ার পর পুলিশকে জানিয়েছিলাম। সে সময় পুলিশ যদি ভালোভাবে কাজ করত, তাহলে হয়তো আমার ভাইকে জীবিত ফেরত পেতাম।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
২ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪