Ajker Patrika

করোনায় ২৪ ঘণ্টায় ঢাকায় মৃত্যু একজনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২১: ১১
করোনায় ২৪ ঘণ্টায় ঢাকায় মৃত্যু একজনের

করোনার প্রকোপ অনেক কমে এসেছে। গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৩৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৩ হাজার ১৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয় ৩৬৭ জনের। শনাক্তের হার ২ দশমিক ৭৯ শতাংশ। ২৪ ঘণ্টায় ঢাকার একজনসহ সারা দেশে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারা দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৫৪ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৬৪৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে গতকাল পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার এ ভাইরাসে ১২ জনের মৃত্যু হয়েছিল, যা গত সাড়ে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন। এদিন করোনা শনাক্ত হয়েছিল ৬৬৩ জনের। গতকাল করোনা থেকে সুস্থ হয়েছেন ৮১৪ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২২ হাজার ৫৯১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এরপর বিভিন্ন সময়ে সংক্রমণ কমবেশি হলেও গত মে মাসের শেষ দিক থেকে করোনার ডেলটা ধরনের দাপটে সংক্রমণ ও মৃত্যু বাড়ে। গত ২৬ মের বুলেটিনে করোনায় ১৭ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। এরপর ক্রমে করোনায় মৃত্যু ও রোগী শনাক্তের সংখ্যা বাড়তে থাকে। জুলাইয়ের দুই দিন সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যু হয়।

এ সময় হাসপাতালগুলোতেও শয্যাসংকট দেখা দেয়। করোনা সংক্রমিতদের ভর্তি করানোর জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে হয়েছে স্বজনদের। এমনকি শয্যার জন্য ভর্তি কোনো রোগীর মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। তবে আগস্টের শেষ দিক থেকে দেশে সংক্রমণ ও মৃত্যু কমতে শুরু করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত