নোয়াখালী প্রতিনিধি
২০২০ সালের ৪ অক্টোবর দুপুরে স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানতে পারেন, বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন করে তাঁর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর ভিডিওটি সংবাদকর্মীদের হাতে এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত হয়ে তৎকালীন জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেনকে জানানো হয়। ভিডিওটি দেখে তা বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের ঘটনা বলে নিশ্চিত হয়ে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি।
বিষয়টি নিয়ে তখন জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আসামিদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন ও বিক্ষোভে নামে স্থানীয় লোকজন। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ এনে একজন ইউপি সদস্যসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ৯ আসামি গ্রেপ্তার হলেও এখনো পলাতক রয়েছেন চারজন। একজনকে মামলা থেকে খালাস দেওয়া হয়। দীর্ঘদিন অতিবাহিত হলেও পলাতক আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিও প্রকাশের পর ২০২০ সালের ৪ অক্টোবর রাতে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগসহ ১৪ জনের বিরুদ্ধে নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন নির্যাতনের শিকার নারী। পরে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়। মামলা-পরবর্তী পুলিশ অভিযান চালিয়ে ইউপি সদস্য সোহাগসহ ১০ জনকে গ্রেপ্তার করে। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ পাটোয়ারী ১৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে শুনানি শেষে নির্যাতনের ঘটনায় সোহাগ মেম্বারের সম্পৃক্ততা না থাকায় অভিযোগপত্র থেকে তাঁকে বাদ দেওয়া হয়।
বীর মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘যে দেশের স্বাধীনতার জন্য ২ লাখ নারী ইজ্জত দিয়েছে, সেই দেশ স্বাধীন হওয়ার পর এখনো নারীদের ইজ্জত হারাতে হলে তা আমাদের জন্য দুঃখজনক। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি লজ্জিত। একলাশপুরের ঘটনায় যে রায় হয়েছে, তা সন্তোষজনক। দণ্ডপ্রাপ্ত ১৩ আসামির মধ্যে চারজন পলাতক থাকায় প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। আসামিরা হাজতের বাইরে পলাতক থাকাটা বাদীর জন্যও শঙ্কার বিষয়।’
জেলা পিবিআইয়ের ইন্সপেক্টর মামুনুর রশিদ পাটোয়ারী জানান, বর্তমানে ৯ জন আসামি জেল হাজতে রয়েছেন। এ ঘটনায় পলাতক রয়েছেন আসামি আবদুর রব চৌধুরী, মোস্তাফিজুর রহমান, জামাল উদ্দিন ও মিজানুর রহমান তারেক। তাঁদের মধ্যে জামাল উদ্দিন ঘটনার পরপর বিদেশে চলে গেছে বলে আমরা তথ্য পেয়েছি। অপর তিন আসামিকে গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, গতকাল এই মামলায় ১৩ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০২০ সালের ৪ অক্টোবর দুপুরে স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানতে পারেন, বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন করে তাঁর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর ভিডিওটি সংবাদকর্মীদের হাতে এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত হয়ে তৎকালীন জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেনকে জানানো হয়। ভিডিওটি দেখে তা বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের ঘটনা বলে নিশ্চিত হয়ে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি।
বিষয়টি নিয়ে তখন জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আসামিদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন ও বিক্ষোভে নামে স্থানীয় লোকজন। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ এনে একজন ইউপি সদস্যসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ৯ আসামি গ্রেপ্তার হলেও এখনো পলাতক রয়েছেন চারজন। একজনকে মামলা থেকে খালাস দেওয়া হয়। দীর্ঘদিন অতিবাহিত হলেও পলাতক আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিও প্রকাশের পর ২০২০ সালের ৪ অক্টোবর রাতে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগসহ ১৪ জনের বিরুদ্ধে নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন নির্যাতনের শিকার নারী। পরে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়। মামলা-পরবর্তী পুলিশ অভিযান চালিয়ে ইউপি সদস্য সোহাগসহ ১০ জনকে গ্রেপ্তার করে। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ পাটোয়ারী ১৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে শুনানি শেষে নির্যাতনের ঘটনায় সোহাগ মেম্বারের সম্পৃক্ততা না থাকায় অভিযোগপত্র থেকে তাঁকে বাদ দেওয়া হয়।
বীর মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘যে দেশের স্বাধীনতার জন্য ২ লাখ নারী ইজ্জত দিয়েছে, সেই দেশ স্বাধীন হওয়ার পর এখনো নারীদের ইজ্জত হারাতে হলে তা আমাদের জন্য দুঃখজনক। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি লজ্জিত। একলাশপুরের ঘটনায় যে রায় হয়েছে, তা সন্তোষজনক। দণ্ডপ্রাপ্ত ১৩ আসামির মধ্যে চারজন পলাতক থাকায় প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। আসামিরা হাজতের বাইরে পলাতক থাকাটা বাদীর জন্যও শঙ্কার বিষয়।’
জেলা পিবিআইয়ের ইন্সপেক্টর মামুনুর রশিদ পাটোয়ারী জানান, বর্তমানে ৯ জন আসামি জেল হাজতে রয়েছেন। এ ঘটনায় পলাতক রয়েছেন আসামি আবদুর রব চৌধুরী, মোস্তাফিজুর রহমান, জামাল উদ্দিন ও মিজানুর রহমান তারেক। তাঁদের মধ্যে জামাল উদ্দিন ঘটনার পরপর বিদেশে চলে গেছে বলে আমরা তথ্য পেয়েছি। অপর তিন আসামিকে গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, গতকাল এই মামলায় ১৩ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫