Ajker Patrika

আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনীত পল্লব

পাবনা প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২২, ১৪: ০৩
Thumbnail image

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়নে ভূমিকা রাখায় গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের দ্য গ্লোবাল ইয়ুথ এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যাওয়ার্ড ২০২২-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন পাবনার তরুণ সংগঠক রাহাত হোসেন পল্লব। দক্ষতা উন্নয়ন, সামাজিক বিভিন্ন কাজে অংশগ্রহণ, সাইবার নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখায় তিনি অর্জন করেছেন আন্তর্জাতিক এই পুরস্কার।

পাবনা শহরের গোবিন্দা মহল্লার বাসিন্দা আব্দুর রাজ্জাক (সাবেক কমিশনার) ও সোহেরী আফরোজ পলি দম্পতির সন্তান রাহাত হোসেন পল্লব। তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে বিএসসি ইন্টার্নশিপ করছেন।

রাহাত হোসেন পল্লব তাঁর প্রতিষ্ঠিত ইয়েস ফাউন্ডেশনের মাধ্যমে সাইবার সচেতনতা, দারিদ্র্য বিমোচন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানসম্মত শিক্ষা ও তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন। তাঁর প্রতিষ্ঠিত ইয়েস আইটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে তথ্য ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে শত শত যুবক ফ্রিল্যান্সিং শিখে ঘরে বসে আয় করার সুযোগ পেয়েছেন। পাবনাসহ আশপাশের জেলায় সৃষ্টি হয়েছে অনেক কর্মসংস্থান।

পৃথিবীর বিভিন্ন দেশের সম্ভাবনাময় তরুণ-তরুণী, কূটনীতিবিদ ও সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের নিয়ে ২৩ থেকে ২৬ জুন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিট-২০২২। সামিটের দ্বিতীয় দিনে অ্যাওয়ার্ড প্রোগ্রামে তাঁর হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার। সেই সঙ্গে আন্তর্জাতিক এই সামিটে তরুণ উদ্যোক্তা হিসেবে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরবেন তিনি।

এই বিষয়ে রাহাত হোসেন পল্লব জানান, ‘আন্তর্জাতিক এই পুরস্কার শুধু আমাকে নয়, আমার দেশকে সম্মানিত করেছে। এই অ্যাওয়ার্ড অর্জনের মাধ্যমে কাজের উৎসাহ বেড়ে যাবে। আমাকে মনোনীত করার জন্য গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত