Ajker Patrika

ডিম দিয়ে সোনালিরঙা মুরগি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১১: ০৯
ডিম দিয়ে সোনালিরঙা মুরগি

মা ইফতারি তৈরিতে ব্যস্ত। ছোট বুবুন নানুমণির কোলে ঘুমাচ্ছিল এতক্ষণ। ঘুম ভাঙতেই কাঁদো কাঁদো ভাব। নানুমণি কোলে দোল দিতে দিতে বললেন, ‘বুবুন সোনা এখন ভাত খাবে, ডিম দিয়ে তাই না?’ বুবুন আরও জোরে কাঁদতে লাগল।

নানুমণি বুবুনের মুখ ধুয়ে দিলেন। তারপর গল্প বলতে শুরু করলেন। এর মধ্য়ে মা একটা প্লেটে ডিম ভাজা দিয়ে গেলেন। নানু বললেন, ‘জানো, এক ছিল সোনার ডিম পাড়া মুরগি। সেটা দেখতে কেমন ছিল বলো তো?’ এ কথা বলে নানুমণি গোল করে ভাজা ডিমটাকে একটা ভাঁজ করলেন। বুবুন চোখ পিটপিট করে দেখতে লাগল। ‘নানুভাই, এটা হচ্ছে সেই সোনালি মুরগি, যে সোনার ডিম পাড়ে।’ এরপর তিনি শসা গোল করে কেটে বানালেন মুরগির চোখ ও চোখের মণি। এবার লাল বিট কেটে বানালেন মুরগির ঝুঁটি আর ঠোঁট। শসার খোসাসহ কেটে বানানো হলো মুরগির পা ও লেজ। এরপর নিচে সালাদ উপকরণ ছড়িয়ে দিলেন। বুবুনের কান্না তো থেমে গেলই, হাসি ফুটল মুখে। দেখা গেল, নিচের পাটিতে গজানো ছোট্ট দুই দাঁত। তোমরাও কিন্তু ছোট ভাইবোনদের এভাবেই মজার মজার ফুড আর্ট করে দিতে পারো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিচারককে ধন্যবাদ দিলেন হাসানুল হক ইনু

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

১৭ বছর পর আদালত অবমাননার রায়, সাবেক ডিসি-এডিসিসহ ৪ জনের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত