Ajker Patrika

পাখিশূন্য কড়াই বিল

সুবল রায়, বিরল (দিনাজপুর)
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৭: ৩২
পাখিশূন্য কড়াই বিল

অতিথি পাখিশূন্য হয়ে পড়েছে দিনাজপুরের বিরল উপজেলার ঐতিহ্যবাহী কড়াই বিল। এতে দূর-দূরান্ত থেকে পাখি দেখতে এসে হতাশ হয়ে ফিরছেন পাখিপ্রেমীরা। এ জন্য বিলে মাছ চাষকেই দুষছেন তাঁরা। তবে মাছচাষিরা বলছেন, পর্যটকদের অত্যাচারেই এখানে আসছে না আগের মতো অতিথি পাখি।

জেলা শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে বিরল উপজেলার ঐতিহ্যবাহী কড়াই বিল। কড়াই বিলের জলকার এলাকার পরিমাণ ২৮ একর। আর গাছগাছালিভরা পাড় ১৮ একর। মাত্র কয়েক বছর আগেও শীতের সময় অতিথি পাখিতে ভরে থাকত বিলের জল। শীত এলেই সুদূর সাইবেরিয়া থেকে লাখ লাখ পাখির সমাগম ঘটত এ বিলে। কিন্তু গত কয়েক বছর ধরে মুক্তিযোদ্ধা সমবায় সমিতির নামে লিজ নিয়ে কড়াই বিলে মাছ চাষ করা হচ্ছে। আর মৎস্যচাষিদের অত্যাচারে এখানে অতিথি পাখি আসছে না বলে জানালেন স্থানীয় বাসিন্দারা।

এলাকার বাসিন্দা সুব্রত চন্দ্র রায় জানান, এই বিল লিজ দেওয়ার পর থেকে মাছ চাষ শুরু হয়। মাছ চাষের কারণে এখানে আর পাখি আসে না।

মাছচাষি সাজ্জাদ হোসেন আগের মতো বিলে পাখি না আসার জন্য তিনি উল্টো দুষলেন পর্যটকদের।

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা সুলতানা জানান, বিলটি লিজ নিয়ে যাঁরা মাছ শিকার করছেন, তাঁরা যদি অতিথি পাখিদের আগমনে বাধা সৃষ্টি করেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত