Ajker Patrika

দখলমুক্ত হলো সুতিয়া সেতু

ত্রিশাল প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৫: ৪১
Thumbnail image

অবশেষে ত্রিশাল পৌরসভার মূল সড়কে সুতিয়া নদীর সেতুর দুই পাশ দখল করে বসা অবৈধ দোকান সরাতে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। গতকাল রোববার সকালে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

এ সময় বেশ কয়েকটি দোকান সরিয়ে দেওয়া হয় এবং দোকান মালিকদের সতর্ক করা হয়। ভবিষ্যতে মানুষের যাতায়াতে অসুবিধা হয় এমন জায়গায় দোকান বসালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন সহকারী কমিশনার (ভূমি)।

২০ জানুয়ারি ‘ব্যবসায়ীদের দখলে সেতু’ শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন। তিন দিনের মাথায় গতকাল দখলমুক্ত করা হলো সেতুটি। উল্লেখ্য, পৌরসভার মূল সড়কের ওপর সুতিয়া নদীতে তৈরি সেতু দখল করে কিছু লোক অবৈধভাবে দোকান বসিয়ে ব্যবসা করছিল। এতে পথচারীদের সেতু পারাপারে ভোগান্তিতে পড়তে হচ্ছিল যানবাহনের চাপ বাড়লেই সৃষ্টি হচ্ছিল যানজটের। ঘটতো ছোট-বড় দুর্ঘটনা।

সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘আমি কয়েক দিন হলো এ উপজেলায় যোগদান করেছি। বিষয়টি আমার নজরে আসে এবং সর্বসাধারণের দাবির প্রেক্ষিতে ওঁদের স্থানান্তরিত হওয়ার পরামর্শ দিলে সবাই শান্তিপূর্ণভাবে স্থানান্তরিত হন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত