Ajker Patrika

আমনে বাম্পার ফলনের আশা

আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৯: ৫২
আমনে বাম্পার ফলনের আশা

নানা প্রতিকূলতার পর চলতি আমন মৌসুমে ভালো ফলনের আশা করছেন উপকূলীয় জনপদ বাগেরহাটের শরণখোলার ৪টি ইউনিয়নের কৃষকেরা। অতি বৃষ্টিতে বীজতলার ব্যাপক ক্ষতি হওয়ায় শঙ্কিত ছিলেন অনেকেই। গত আগস্টের মাঝামাঝি একটানা ভারী বর্ষণে শরণখোলা সব ফসলি জমি পানিতে তলিয়ে যায়। এ ছাড়া পোকামাকড়ের উপদ্রবও নিয়েও শঙ্কা ছিল। তবে সবকিছু ভুলে গিয়ে এখন ভালো ফলনের প্রত্যাশায় দিন গুনছেন সংশ্লিষ্টরা।

শরণখোলায় ৪ নম্বর সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ীর কৃষক অনিল চন্দ্র দাস বলেন, ‘বরাবরের মত এবারও ভালো বীজের সংকট ছিল। এ ছাড়া অতিবৃষ্টিতে অনেক ধান ডুবে যায়। তবে সব প্রতিকূলতা কাটিয়ে ভগবানের কৃপায় আমার আবাদি জমিতে এখন রোপা আমন ও বি আর ৪৯ এর শিষ বাতাসে দোল খাচ্ছে। প্রাকৃতিক কোনো দুর্যোগ দেখা না দিলে এবার আমনের ভালো ফলন হবে বলে আশা করছি।’

বকুলতলা সি এসবি বাজারসংলগ্ন গ্রামের কৃষক শাহজাহান ফকির বলেন, ‘এ বছর জুলাইয়ের শেষে টানা চার দিনের বৃষ্টিতে শরণখোলার অনেক জমির আমন ধানের বীজতলা ডুবে যায়। তার পরেও এ বছর রোপা আমন ধানের ফলন খুব ভালো, আর যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে প্রতি বিঘায় ৪০-৫০ মন ধান পাবো।’

উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর গ্রামের চাষি আবুল কাশেম বলেন, ‘ ফসল রক্ষায় বালাইনাশক দেওয়া হয়েছে। পোকামাকড় ঠেকাতে কীটনাশকের পরিবর্তে আলোর ফাঁদ ব্যবহার করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে অল্প সময়ের মধ্যে ধান কাটা শুরু করা হবে। যে ভাবে আছে এই ভাবে ফসল ঘরে তুলতে পারলে খরচ বাদে এবার আমনে বেশ লাভ হবে।’

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবার উপজেলায় ৪ হাজার ৫০ হেক্টর জমিতে স্থানীয় জাতের, ৫ হাজার ১৮০ হেক্টরে উপশী, ২০ হেক্টর জমিতে হাইব্রীডসহ সর্বমোট ৯ হাজার ২৫০ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল।

উপসহকারী কৃষি অফিসার আবুল হোসেন জানান, প্রাকৃতিক দুর্যোগ যদি না হয়, তাহলে শরণখোলায় রোপা আমন আবাদে কাঙ্ক্ষিত ফলনের সম্ভাবনা রয়েছে।

শরণখোলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়াসিম উদ্দিন বলেন, পোকা-মাকড় থেকে রক্ষা পাওয়ার জন্য সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠপর্যায়ে কৃষকদের পাশে থেকে কাজ করছেন। এ ছাড়া কারেন্ট পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে আলোর ফাঁদ ব্যবহারের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত