Ajker Patrika

সাংস্কৃতিক মৈত্রীর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

মেহেরপুর প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৫: ১১
সাংস্কৃতিক মৈত্রীর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

মেহেরপুরে বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মৈত্রীর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার সকালে জেলার সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মেহেরপুর কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার নেতৃত্ব দেন বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মৈত্রী মেহেরপুর জেলা কমিটির সভাপতি রোকসানা আরা এবং বিখ্যাত সংগীত শিল্পী ওস্তাদ করিম শাহাবুদ্দিন।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে কেক কেটে প্রদীপ জ্বালিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শিল্পীরা দুই দেশের সাংস্কৃতিক বন্ধন অটুট রাখার অঙ্গীকার করেন। এ সময় দুই দেশের জনপ্রিয় সব গান পরিবেশন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মৈত্রীর গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন মেহেরপুরের সরকারি কৌশলী পিপি পল্লব ভট্টাচার্য তরুণ, প্রফেসর আব্দুল মালেক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং জেলা প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন। অনুষ্ঠানে মেহেরপুরের গুণী শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত