Ajker Patrika

বাড়তি ভাড়ায় যাত্রীদের ভোগান্তি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৬: ৫৪
বাড়তি ভাড়ায় যাত্রীদের ভোগান্তি

গাজীপুরের কালীগঞ্জে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সুযোগে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের ভাড়া বাড়ানোর অভিযোগ উঠেছে। জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বাড়ানোর কোনো যৌক্তিক কারণ দিতে পারেননি চালকেরা।

গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, কালীগঞ্জ কাপাসিয়া মোড় থেকে ফুলদি পর্যন্ত আগের ভাড়া পনেরো টাকা হলেও সিএনজিচালিত অটোরিকশায় ভাড়া আদায় করা হচ্ছে ২০ টাকা। যাত্রীরা এ নিয়ে চালকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ালেও বাড়তি ভাড়া আদায় করছেন চালকেরা। উপজেলার প্রায় প্রতিটি জায়গার চিত্রই এ রকম।

যাত্রী মো. আবুল কালাম বলেন, ‘আমি ঢাকার উত্তরায় কাজ করি। প্রতিদিন যাওয়া-আসা করতে হয়। আজ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও কোনো গাড়ি পাইনি। হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোরিকশা পেলে উঠে পড়ি। কিন্তু গন্তব্যে নামিয়ে দিয়েই অতিরিক্ত ভাড়া দাবি করছে। ব্যাটারিচালিত অটোরিকশা কেন অতিরিক্ত ভাড়া নেবে?

নাজমা আক্তার নামে এক যাত্রী বলেন, ‘জরুরি কাজে বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে গণপরিবহন না পেয়ে বিপাকে পড়তে হয়েছে। এভাবে জ্বালানি তেলের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার কোনো অর্থ হয় না।’

চালক মো. রফিকুল ইসলাম বলেন, ‘ডিজেলের দাম বৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় সবকিছুরই দাম বেড়েছে কয়েক গুণ। বাজারের যা অবস্থা তাতে ভাড়া না বাড়ালে দৈনন্দিন ব্যয় মেটানোর কোনো সুযোগ নেই। অতিরিক্ত বেলা কাজ করেও এখন আর আগের মতো চলতে পারছি না। তার ওপর সবকিছুর দাম নাগালের বাইরে চলে যাচ্ছে।’

কাপাসিয়া মোড় এলাকার অটোরিকশা স্ট্যান্ড সুপারভাইজার মো. আরিফ শেখ বলেন, ‘এ ধরনের অভিযোগ সত্য নয়। আমি নিজে সারাদিন স্ট্যান্ডে থেকে নিজে পরিচালনা করি। আমার সামনে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো ঘটনা ঘটেনি। সুনির্দিষ্ট প্রমাণসহ কেউ অভিযোগ করলে ওই চালকের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত