Ajker Patrika

তাড়াইলে গণ-অধিকার পরিষদের আত্মপ্রকাশ

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১: ০২
Thumbnail image

কিশোরগঞ্জের তাড়াইলে আত্মপ্রকাশ করেছে গণ-অধিকার পরিষদ। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিভিন্ন সড়কে মিছিল করে গণ-অধিকার পরিষদ। কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সহকারী সদস্যসচিব ও কিশোরগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুখলেছুর রহমান উজ্জ্বল মিছিলের নেতৃত্ব দেন। মিছিলে অর্ধশতাধিক মোটরবাইকসহ দুই শতাধিক নেতা–কর্মী অংশ নেন।

মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্যসচিব শেখ খায়রুল কবির, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, জেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক সুমন তালুকদার, জেলা শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক হজরত আলী অভি, পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান আল-আমিন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক জাকিরুল ইসলাম বাকী, সদস্যসচিব মোতাহার হোসেন, উপজেলা যুব পরিষদের আহ্বায়ক মাহফুজুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা–কর্মীরা।

এ নিয়ে জানতে চাইলে মুখলেছুর রহমান উজ্জ্বল বলেন, ‘তাড়াইলে পূর্ণাঙ্গ কমিটিসহ প্রতিটি ইউনিয়নে মুলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি দেওয়ার কার্যক্রম চলছে। এ উপলক্ষে আমরা উপজেলার তালজাঙ্গা, রাউতি এবং তাড়াইল-সাচাইল (সদর) ইউনিয়নে নেতা–কর্মীদের নিয়ে আলোচনা শেষে একটি শোভাযাত্রার আয়োজন করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত