পীরগঞ্জ প্রতিনিধি
দেশের বিভিন্ন এলাকার পাইকারি ব্যবসায়ীরা ট্রাক নিয়ে পীরগঞ্জে এসে কিনে নিয়ে যান সবজি। কিন্তু পরিবহন ধর্মঘটের কারণে তিন দিন ধরে তাঁরা না এলেও খুচরা বাজারে পণ্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। প্রতি কেজি সবজি ১০ থেকে ১৫ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পীরগঞ্জের ১৫ ইউনিয়নেই বেগুন, পটল, ফুলকপি, বাঁধাকপি, শসা, শিম, বরবটি, মরিচ, পেঁয়াজ ও লাউসহ শীতের সবজি ব্যাপকভাবে আবাদ হয়। কৃষকেরা তাঁদের ফলানো সবজি উপজেলার ঐতিহ্যবাহী খালাশপীর হাট, চতরা, মাদারগঞ্জ, ধাপের হাট, মাদারহাট, বড়দরগা, বালুয়া হাট, ভেন্ডাবাড়ী ও শানেরহাটসহ বিভিন্ন হাটে পাইকারি দরে বিক্রি করেন। আর অন্যান্য জেলার ব্যবসায়ীরা এসে পীরগঞ্জের হাটগুলো থেকে সবজি কিনে নিয়ে যান।
গতকাল রোববার উপজেলার বালুয়া হাটে ফুলকপি নিয়ে এসেছিলেন কৃষক আজমল হোসেন। তিনি প্রতি মণ ফুলকপি ১ হাজার ৭০০ টাকায় পাইকারের কাছে বিক্রি করেন। গতকাল হাটটিতে প্রতি মণ বেগুন ১ হাজার ৬০০ ও পটল ১ হাজার ২০০ টাকায় বিক্রি হয়।
বালুয়া হাট থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে পীরগঞ্জ সদর বাজার, পীরগঞ্জ বাসস্ট্যান্ড, জামতলা ও থানার মোড়ের বউ বাজারে গিয়ে দেখা যায়, খুচরা বিক্রেতারা প্রতি কেজি ফুলকপি, বরবটি, বেগুন, পটল ও করলা ৬০ টাকা করে, বাঁধাকপি ৫০ টাকা এবং গাজর, শিম ও টমেটো ১৪০ টাকায় বিক্রি করছেন।
বাইরের পাইকার না থাকলেও এমন দাম বৃদ্ধিতে অবাক একজন ক্রেতা বলেন, ‘হামার এটি তো সব আবাদ হয়। তিন দিন হলো গাড়ি-ঘোড়াও বন্ধ। হামার এটি থাকি কোনোটে আলু, বাগুন, পোটোল যায় নাই। তারপরও এ্যাতো দাম ক্যা?’
সদর বাজারের সবজি বিক্রেতা ফজলু মিয়া জানান, জমিতে আবাদ কম হওয়ায় দাম বেশি পড়ছে। তাঁর পাশের ব্যবসায়ী আশিক মিয়া বলেন, ‘প্রতি মণ ফুলকপি ১ হাজার ৭০০ টাকা ও বেগুন ১ হাজার ৬০০ টাকায় কিনেছি। খরচসহ প্রতি কেজি ফুলকপি ও বেগুন ৬০ টাকায় বিক্রি করছি।’
এক ক্রেতা আক্ষেপ করে বললেন, ‘যেভাবে জিনিসের দাম বাড়োছে, তাতে জীবন বাঁচাটাই দায় হলো! কাঁচা সবজির সাথে ডাল, তেল, চিনির যে দাম, কেনাই যায় না। হামরা বাচমো ক্যাংকরি!’
বউ বাজারে আসা এক গৃহবধূ বলেন, ‘তরকারির বাজারোত এতুই দাম, পোত্যেকটা তরকারিত মনে হয় আগুন নাগছে।’
বাজার দর নিয়ন্ত্রণ করার বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরোদা রানী রায় বলেন, ‘বাজারে সবজির দাম কত দিন ধরে বেশি হলো, তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।’
দেশের বিভিন্ন এলাকার পাইকারি ব্যবসায়ীরা ট্রাক নিয়ে পীরগঞ্জে এসে কিনে নিয়ে যান সবজি। কিন্তু পরিবহন ধর্মঘটের কারণে তিন দিন ধরে তাঁরা না এলেও খুচরা বাজারে পণ্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। প্রতি কেজি সবজি ১০ থেকে ১৫ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পীরগঞ্জের ১৫ ইউনিয়নেই বেগুন, পটল, ফুলকপি, বাঁধাকপি, শসা, শিম, বরবটি, মরিচ, পেঁয়াজ ও লাউসহ শীতের সবজি ব্যাপকভাবে আবাদ হয়। কৃষকেরা তাঁদের ফলানো সবজি উপজেলার ঐতিহ্যবাহী খালাশপীর হাট, চতরা, মাদারগঞ্জ, ধাপের হাট, মাদারহাট, বড়দরগা, বালুয়া হাট, ভেন্ডাবাড়ী ও শানেরহাটসহ বিভিন্ন হাটে পাইকারি দরে বিক্রি করেন। আর অন্যান্য জেলার ব্যবসায়ীরা এসে পীরগঞ্জের হাটগুলো থেকে সবজি কিনে নিয়ে যান।
গতকাল রোববার উপজেলার বালুয়া হাটে ফুলকপি নিয়ে এসেছিলেন কৃষক আজমল হোসেন। তিনি প্রতি মণ ফুলকপি ১ হাজার ৭০০ টাকায় পাইকারের কাছে বিক্রি করেন। গতকাল হাটটিতে প্রতি মণ বেগুন ১ হাজার ৬০০ ও পটল ১ হাজার ২০০ টাকায় বিক্রি হয়।
বালুয়া হাট থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে পীরগঞ্জ সদর বাজার, পীরগঞ্জ বাসস্ট্যান্ড, জামতলা ও থানার মোড়ের বউ বাজারে গিয়ে দেখা যায়, খুচরা বিক্রেতারা প্রতি কেজি ফুলকপি, বরবটি, বেগুন, পটল ও করলা ৬০ টাকা করে, বাঁধাকপি ৫০ টাকা এবং গাজর, শিম ও টমেটো ১৪০ টাকায় বিক্রি করছেন।
বাইরের পাইকার না থাকলেও এমন দাম বৃদ্ধিতে অবাক একজন ক্রেতা বলেন, ‘হামার এটি তো সব আবাদ হয়। তিন দিন হলো গাড়ি-ঘোড়াও বন্ধ। হামার এটি থাকি কোনোটে আলু, বাগুন, পোটোল যায় নাই। তারপরও এ্যাতো দাম ক্যা?’
সদর বাজারের সবজি বিক্রেতা ফজলু মিয়া জানান, জমিতে আবাদ কম হওয়ায় দাম বেশি পড়ছে। তাঁর পাশের ব্যবসায়ী আশিক মিয়া বলেন, ‘প্রতি মণ ফুলকপি ১ হাজার ৭০০ টাকা ও বেগুন ১ হাজার ৬০০ টাকায় কিনেছি। খরচসহ প্রতি কেজি ফুলকপি ও বেগুন ৬০ টাকায় বিক্রি করছি।’
এক ক্রেতা আক্ষেপ করে বললেন, ‘যেভাবে জিনিসের দাম বাড়োছে, তাতে জীবন বাঁচাটাই দায় হলো! কাঁচা সবজির সাথে ডাল, তেল, চিনির যে দাম, কেনাই যায় না। হামরা বাচমো ক্যাংকরি!’
বউ বাজারে আসা এক গৃহবধূ বলেন, ‘তরকারির বাজারোত এতুই দাম, পোত্যেকটা তরকারিত মনে হয় আগুন নাগছে।’
বাজার দর নিয়ন্ত্রণ করার বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরোদা রানী রায় বলেন, ‘বাজারে সবজির দাম কত দিন ধরে বেশি হলো, তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫