Ajker Patrika

ইমরুল হত্যায় এক আসামির যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৫: ২৬
ইমরুল হত্যায় এক আসামির যাবজ্জীবন

কুষ্টিয়ার দৌলতপুরের ইমরুল হত্যা মামলায় সাইদুর রহমান (৬০) নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সাইদুলকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি ওমর আলী ও মনোয়ারা খাতুনকে বেকসুর খালাস দেন আদালত।

গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পর থেকে আসামি সাইদুল পলাতক থাকার কারণে আসামির অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করা হয়। সাজাপ্রাপ্ত সাইদুল ইসলাম দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ব্যবসা সংক্রান্ত ব্যাপারে সাইদুলের কাছে ৩০ হাজার টাকা পেত ইমরুল। এই টাকা নিয়ে ইমরুলের সঙ্গে সাইদুলের মনোমালিন্য চলছিল। ২০১২ সালের আগস্ট মাসে সেই পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট মারামারির সময় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে ইমরুলকে গুরুতর আহত করে পালিয়ে যায় সাইদুল।

এই ঘটনার দুদিন পর চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইমরুলের মৃত্যু হয়। পরে ইমরুলের স্ত্রী রোকেয়া বাদী হয়ে ৩ জনকে আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত মঙ্গলবার দুপুরে এই রায় ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত