Ajker Patrika

ত্বকের যত্নে গ্রিন-টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৩: ১৪
ত্বকের যত্নে গ্রিন-টি

গ্রিন-টি অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর বলে তারুণ্য ধরে রাখতে সহায়তা করে। ত্বকের জ্বালাপোড়াও কমায়। চা হিসেবে খাওয়ার পাশাপাশি ত্বকের যত্নেও ব্যবহার করতে পারেন এটি।

  • দুটি গ্রিন-টির ব্যাগ অথবা ২ টেবিল চামচ চাপাতা ৪৫০ মিলিলিটার পরিমাণ পানিতে ডোবান। পানি সেদ্ধ করুন। ঠান্ডা হয়ে এলে টি ব্যাগ তুলে পাতলা কাপড় বা তোয়ালে ভিজিয়ে মুখের ওপর ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত দিয়ে রাখুন। এতে ত্বকে কোনো জ্বালাপোড়া ভাব থাকলে কমে যাবে। পোড়া দাগও দূর হবে।
  • ত্বক থেকে দূষিত পদার্থ বের করতে গ্রিন-টির ব্যাগ দেওয়া পানিতে গরম ভাপ নিতে পারেন। তোয়ালে দিয়ে মাথা ঢেকে পানি থেকে ওঠা গরম ধোঁয়া মুখে লাগান। সপ্তাহে ১০ মিনিট ভাপ নিলেই ত্বকের শুষ্কভাব দূর হবে।
  • অল্প একটু পানি, চিনি ও গ্রিন-টি একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে সেই পেস্ট লাগিয়ে হালকাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষুন। হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন এই প্যাক দিয়ে স্ক্র্যাব করতে পারেন। চাইলে হাত, পা ও গলায় স্ক্র্যাবারটি লাগানো যাবে। এতে মরা কোষ দূর হবে।
  • দুটি গ্রিন-টির ব্যাগ গরম পানিতে ৫ মিনিট ভিজিয়ে তুলে নিন। ফ্রিজে রেখে ঠান্ডা করুন। এরপর দুই চোখে দুটি টি ব্যাগ দিয়ে রাখুন। ৫-১০ মিনিট রেখে ফেলে দিন। গ্রিন-টি চোখের ফোলাভাব কমাতে সাহায্য করে।
  • বাজারে গ্রিন-টিসমৃদ্ধ ফেস ক্রিমও পাওয়া যায়। তারুণ্য ধরে রাখতে দিনে এক থেকে দুইবার এই ক্রিম ব্যবহার করতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত