Ajker Patrika

বিশ্বের সবচেয়ে ছোট গরু আশুলিয়ার চারু

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৩: ০৮
বিশ্বের সবচেয়ে ছোট গরু আশুলিয়ার চারু

বিশ্বের সবচেয়ে ছোট গরু ছিল আশুলিয়ার রানি। তবে গিনেস রেকর্ডে নাম ওঠার আগেই মারা গিয়েছিল রানি। এবার বিশ্বের সবচেয়ে ছোট গরুর রেকর্ড করেছে চারু নামের একটি গরু। গত মঙ্গলবার ই-মেইলের মাধ্যমে চারুর মালিক প্রতিষ্ঠান শেকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বিষয়টি জানিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। রানির মালিকও ছিল এই প্রতিষ্ঠান।

গতকাল বুধবার সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার চারিগ্রাম এলাকায় অবস্থিত শেকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সুফিয়ান। তিনি জানান, গত বছরের ২৯ সেপ্টেম্বর তাঁরা গিনেস কর্তৃপক্ষের কাছে ই-মেইলের মাধ্যমে চারুর জন্য আবেদন করেন। পরে গত মঙ্গলবার গিনেস কর্তৃপক্ষ চারুকে বিশ্বের সবচেয়ে ছোট জীবিত গরুর স্বীকৃতি দিয়ে ফিরতি ই-মেইল পাঠায়।

শেকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, চারুর জন্ম ২০১৯ সালের জুলাই মাসে। গরুটির বয়স আড়াই বছর। চারুর এখন চার দাঁত। উচ্চতা ২৩ দশমিক ৫০ ইঞ্চি, লম্বা ২৭ ইঞ্চি ও ওজন ৩৯ কেজি।

চারুকে দেখভালের দায়িত্বে থাকা খামারের কর্মচারী মো. মামুন বলেন, ‘আমাদের শেকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের অনেক রকমের পশু-পাখি পালন করি। রানি মারা যাওয়ার পর প্রায় ছয় মাস আগে চারুকে আমরা সিলেট থেকে সংগ্রহ করেছিলাম। যেহেতু রানি মারা গেছে, তাই চারুর প্রতি একটু বেশি যত্ন নিই।’

খামারের ব্যবস্থাপনা পরিচালক কাজী সুফিয়ান বলেন, ‘অল্প কয়েক দিনেই রানির উল্লেখযোগ্য ভক্ত তৈরি হয়েছিল। আর তাই বেশির ভাগ মানুষই রানির মৃত্যু মেনে নিতে পারেননি। আমরা অনেক টাকায় বিক্রির অফার পেয়েও কেন বিক্রি করিনি, সেটা নিয়ে অনেকে বিদ্রূপ করেছেন। আসলে রানির প্রতি সবার ভালোবাসাটা আমরা বুঝতাম।’

কাজী সুফিয়ান বলেন, ‘রানির মৃত্যুর পর গিনেস রেকর্ডস কর্তৃপক্ষ শোক প্রকাশ করে আমাদের ই-মেইল পাঠায়। তারা জানায়, রানির সম্মানার্থে পৃথিবীর সবচেয়ে জীবিত ছোট গরু হিসেবে আরও একটা ক্যাটাগরি তারা চালু করবে। রানির জীবদ্দশায়ই আমাদের সংগ্রহশালায় নতুন চমক হিসেবে যোগ হয় ৪ দাঁতের প্রাপ্তবয়স্ক দেশীয় প্রজাতির বামন গরু চারু। যাকে বর্তমানে পৃথিবীর সবচেয়ে জীবিত ছোট গরু হিসেবে স্বীকৃতি দিয়েছে।’

উল্লেখ্য, ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর গিনেস বুকে রেকর্ড গড়ে চারু। তবে তার আগে ১৯ আগস্ট দুই বছর বয়সে মারা যায় গরুটি। রানির ওজন ছিল ২৬ কেজি, উচ্চতা ছিল ২০ ইঞ্চি ও লম্বা ২৪ ইঞ্চি।

খামার মালিক বলেন, ‘আমাদের ইচ্ছে ছিল বিশ্বরেকর্ডধারী রানিকে বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে দেওয়া। কিন্তু রানি অকালে চলে যাওয়ায় সে সুযোগটা আর আমরা পাইনি। এখন চারুকে আমরা সরকারকে উপহার দিতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত