সম্পাদকীয়
কদিন পর পর গণমাধ্যমে একেকজনের ফেঁসে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। যাঁরা চাকরিতে আছেন, তাঁরা কিছুটা নিরাপদে থাকলেও ততটা নিরাপদ যে নয়, সেটা প্রকাশ পাচ্ছে ছাগলকাণ্ডে। মূলত অবসরে যাওয়ার পর হাটে হাঁড়ি ভাঙার যদি হিড়িক পড়ে যায়, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা বলা মুশকিল। এর মধ্যেই সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছে এবং তাতে জনগণের হয়রানি বাড়ছে! সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেছেন, দেশ থেকে বছরে প্রায় ৯২ হাজার কোটি টাকা পাচার হয় বলেই ডলার-সংকট।
দেশে দুর্নীতি বেড়েছে, সরকারের প্রশ্রয়ে কিছু মানুষ যেভাবে পারছে, সেভাবেই সম্পদ বাড়িয়ে যাচ্ছে, দেশ থেকে দেদার অর্থ পাচার হচ্ছে—এ কথাগুলো এত দিন সরকারের বাইরে থেকে বলা হতো। সরকার এগুলোকে ‘বিরোধী দলের অপপ্রচার’ বলে উড়িয়ে দিত। এখন কথাগুলো সরকারের ঘনিষ্ঠ লোকজনেরাই বলছেন। এতে সরকার কতটুকু বিব্রত হচ্ছে, কতটুকু সতর্ক হচ্ছে, সেটা আমরা বলতে পারব না। তবে যেসব খবর ইদানীং শোনা যাচ্ছে, তাতে এটা বলা যায় যে অবস্থা ভালো না। যেভাবে দেয়ালের পলেস্তারা খসে পড়ছে, তাতে কারও এটা মনে হতেই পারে যে বড় ধরনের ভাঙনের আশঙ্কার মধ্যেই আমরা আছি? সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের কেচ্ছা ফাঁস হওয়ার পর অবৈধ উপায়ে বিপুল পরিমাণ সম্পদের মালিক হওয়া কারও কারও মধ্যে নাকি ‘ফাঁস’ আতঙ্ক ছড়িয়ে পড়ার উৎকণ্ঠাও তাড়া করছে।
ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজনের নামে বিপুল পরিমাণ সম্পদের খবরও বেরিয়ে আসছে। ক্ষমতার দাপট দেখিয়ে কতজন কত সম্পদের মালিক হয়েছেন, তা এখন প্রকৃতপক্ষেই অনুসন্ধান ও গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এর মধ্যে আবার সামনে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের কর্মকর্তা ড. মতিউর রহমানের নাম। তাঁর সম্পদের পরিমাণ নিয়েও ছাপা শুরু হয়েছে আকর্ষণীয় সব খবর। শুক্রবার আজকের পত্রিকায় ‘বংশীয় এক ছাগলের দোষে আজ “বাবা-হারা” ইফাত’ শিরোনামে প্রকাশিত খবরে বলা হয়েছে, তরুণ মুশফিকুর রহমান ইফাতের স্কুল-কলেজের নথি বলছে, তাঁর বাবার নাম মতিউর রহমান। সমাজ ও স্বজনেরাও বলছেন, তাঁরা বাবা-ছেলে। কিন্তু ইফাতকে নিজের ছেলে বলে স্বীকার করছেন না মতিউর। মতিউর রহমানের ১৯ বছর বয়সী পুত্র মুশফিকুর রহমান ইফাত ঈদের আগে ১২ লাখ টাকা দিয়ে ছাগল কিনে বড় খবর হয়েছেন আর এখন শুরু হয়েছে মতিউরের সম্পদের উৎস সন্ধান।
জানা যাচ্ছে, এনবিআরের সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, দেশে একটি গ্রুপ অব কোম্পানিতে দুই হাজার কোটি টাকা বিনিয়োগ এবং কানাডায় বাড়ি, দুবাই, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে বিনিয়োগ রয়েছে।
সরকারি চাকরিজীবীরা কীভাবে এত সম্পদের মালিক হচ্ছেন, তা খুঁজে দেখা এবং প্রতিকারের ব্যবস্থা নেওয়া এখন জরুরি হয়ে পড়েছে।
কদিন পর পর গণমাধ্যমে একেকজনের ফেঁসে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। যাঁরা চাকরিতে আছেন, তাঁরা কিছুটা নিরাপদে থাকলেও ততটা নিরাপদ যে নয়, সেটা প্রকাশ পাচ্ছে ছাগলকাণ্ডে। মূলত অবসরে যাওয়ার পর হাটে হাঁড়ি ভাঙার যদি হিড়িক পড়ে যায়, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা বলা মুশকিল। এর মধ্যেই সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছে এবং তাতে জনগণের হয়রানি বাড়ছে! সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেছেন, দেশ থেকে বছরে প্রায় ৯২ হাজার কোটি টাকা পাচার হয় বলেই ডলার-সংকট।
দেশে দুর্নীতি বেড়েছে, সরকারের প্রশ্রয়ে কিছু মানুষ যেভাবে পারছে, সেভাবেই সম্পদ বাড়িয়ে যাচ্ছে, দেশ থেকে দেদার অর্থ পাচার হচ্ছে—এ কথাগুলো এত দিন সরকারের বাইরে থেকে বলা হতো। সরকার এগুলোকে ‘বিরোধী দলের অপপ্রচার’ বলে উড়িয়ে দিত। এখন কথাগুলো সরকারের ঘনিষ্ঠ লোকজনেরাই বলছেন। এতে সরকার কতটুকু বিব্রত হচ্ছে, কতটুকু সতর্ক হচ্ছে, সেটা আমরা বলতে পারব না। তবে যেসব খবর ইদানীং শোনা যাচ্ছে, তাতে এটা বলা যায় যে অবস্থা ভালো না। যেভাবে দেয়ালের পলেস্তারা খসে পড়ছে, তাতে কারও এটা মনে হতেই পারে যে বড় ধরনের ভাঙনের আশঙ্কার মধ্যেই আমরা আছি? সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের কেচ্ছা ফাঁস হওয়ার পর অবৈধ উপায়ে বিপুল পরিমাণ সম্পদের মালিক হওয়া কারও কারও মধ্যে নাকি ‘ফাঁস’ আতঙ্ক ছড়িয়ে পড়ার উৎকণ্ঠাও তাড়া করছে।
ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজনের নামে বিপুল পরিমাণ সম্পদের খবরও বেরিয়ে আসছে। ক্ষমতার দাপট দেখিয়ে কতজন কত সম্পদের মালিক হয়েছেন, তা এখন প্রকৃতপক্ষেই অনুসন্ধান ও গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এর মধ্যে আবার সামনে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের কর্মকর্তা ড. মতিউর রহমানের নাম। তাঁর সম্পদের পরিমাণ নিয়েও ছাপা শুরু হয়েছে আকর্ষণীয় সব খবর। শুক্রবার আজকের পত্রিকায় ‘বংশীয় এক ছাগলের দোষে আজ “বাবা-হারা” ইফাত’ শিরোনামে প্রকাশিত খবরে বলা হয়েছে, তরুণ মুশফিকুর রহমান ইফাতের স্কুল-কলেজের নথি বলছে, তাঁর বাবার নাম মতিউর রহমান। সমাজ ও স্বজনেরাও বলছেন, তাঁরা বাবা-ছেলে। কিন্তু ইফাতকে নিজের ছেলে বলে স্বীকার করছেন না মতিউর। মতিউর রহমানের ১৯ বছর বয়সী পুত্র মুশফিকুর রহমান ইফাত ঈদের আগে ১২ লাখ টাকা দিয়ে ছাগল কিনে বড় খবর হয়েছেন আর এখন শুরু হয়েছে মতিউরের সম্পদের উৎস সন্ধান।
জানা যাচ্ছে, এনবিআরের সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, দেশে একটি গ্রুপ অব কোম্পানিতে দুই হাজার কোটি টাকা বিনিয়োগ এবং কানাডায় বাড়ি, দুবাই, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে বিনিয়োগ রয়েছে।
সরকারি চাকরিজীবীরা কীভাবে এত সম্পদের মালিক হচ্ছেন, তা খুঁজে দেখা এবং প্রতিকারের ব্যবস্থা নেওয়া এখন জরুরি হয়ে পড়েছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪