আজকের পত্রিকা ডেস্ক
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে টিকিটের বিড়ম্বনায় পড়েছেন ট্রেনযাত্রীরা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মিলছে না টিকিট। অন্যদিকে বাসযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সৈয়দপুর (নীলফামারী): ভুক্তভোগীদের অভিযোগ, ট্রেনের টিকিট কালোবাজারিদের হাতে চলে গেছে। রেলওয়ের কিছু অসাধু কর্মচারী এর সঙ্গে জড়িত।
নীলসাগর ট্রেনের টিকিট নিতে আসা রাজিয়া সুলতানা বলেন, ‘৮ ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে ছিলাম। এখন বলা হচ্ছে, টিকিট শেষ। আগামীকাল কর্মস্থলে যোগদান করতেই হবে। তাই কাউন্টারে টিকিট না পেয়ে বাধ্য হয়ে স্টেশনের এক কুলির কাছে ৪০০ টাকার টিকিট ২ হাজার ৪০০ টাকায় নিয়েছি।’
তবে সৈয়দপুর স্টেশনমাস্টার এস এম শওকত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘যাঁরা আগে লাইনে দাঁড়াচ্ছেন, তাঁরাই টিকিট পাচ্ছেন। টিকিট অন্য কোথাও পাওয়ার সুযোগ নেই। আমরা এ ব্যাপারে সচেষ্ট।’
ফুলবাড়ী (দিনাজপুর): ট্রেনের টিকিট যেন সোনার হরিণ পাওয়ার মতো অবস্থা হয়েছে। সক্রিয় হয়ে উঠেছে টিকিট কালোবাজারিরা।
গত মঙ্গলবার সন্ধ্যায় ফুলবাড়ী রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, কাউন্টারের সামনে চেয়ার-বেঞ্চ দিয়ে স্থানীয় একটি টিকিট কালোবাজারি সিন্ডিকেট লাইন দিয়েছে। এর প্রতিবাদ করায় নুরুজ্জামান নামের এক যাত্রী শারীরিক লাঞ্ছনার শিকার হন। সেই সঙ্গে গালমন্দের শিকার হন আশরাফুল ইসলাম নামের একজন।
যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াজ উদ্দিন বলেন, টিকিট কালোবাজারি রোধে শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
কুড়িগ্রাম: বাসগুলো যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছে। প্রতিবাদ করলে উল্টো ভোগান্তির শিকার হতে হচ্ছে।
সদরের খলিলগঞ্জ এলাকার বাসিন্দা রকিবুজ্জামান জানান, তাঁর কাছ থেকে এসি বাসের প্রতি আসনের জন্য নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ৫০০ থেকে ৭০০ টাকা নেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের খবরে গতকাল বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় নাবিল পরিবহনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রীরা যাতে প্রতারণার শিকার না হন, সে জন্য মোবাইল কোর্ট পরিচালনার ব্যবস্থা নেওয়া হয়েছে।’
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে টিকিটের বিড়ম্বনায় পড়েছেন ট্রেনযাত্রীরা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মিলছে না টিকিট। অন্যদিকে বাসযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সৈয়দপুর (নীলফামারী): ভুক্তভোগীদের অভিযোগ, ট্রেনের টিকিট কালোবাজারিদের হাতে চলে গেছে। রেলওয়ের কিছু অসাধু কর্মচারী এর সঙ্গে জড়িত।
নীলসাগর ট্রেনের টিকিট নিতে আসা রাজিয়া সুলতানা বলেন, ‘৮ ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে ছিলাম। এখন বলা হচ্ছে, টিকিট শেষ। আগামীকাল কর্মস্থলে যোগদান করতেই হবে। তাই কাউন্টারে টিকিট না পেয়ে বাধ্য হয়ে স্টেশনের এক কুলির কাছে ৪০০ টাকার টিকিট ২ হাজার ৪০০ টাকায় নিয়েছি।’
তবে সৈয়দপুর স্টেশনমাস্টার এস এম শওকত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘যাঁরা আগে লাইনে দাঁড়াচ্ছেন, তাঁরাই টিকিট পাচ্ছেন। টিকিট অন্য কোথাও পাওয়ার সুযোগ নেই। আমরা এ ব্যাপারে সচেষ্ট।’
ফুলবাড়ী (দিনাজপুর): ট্রেনের টিকিট যেন সোনার হরিণ পাওয়ার মতো অবস্থা হয়েছে। সক্রিয় হয়ে উঠেছে টিকিট কালোবাজারিরা।
গত মঙ্গলবার সন্ধ্যায় ফুলবাড়ী রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, কাউন্টারের সামনে চেয়ার-বেঞ্চ দিয়ে স্থানীয় একটি টিকিট কালোবাজারি সিন্ডিকেট লাইন দিয়েছে। এর প্রতিবাদ করায় নুরুজ্জামান নামের এক যাত্রী শারীরিক লাঞ্ছনার শিকার হন। সেই সঙ্গে গালমন্দের শিকার হন আশরাফুল ইসলাম নামের একজন।
যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াজ উদ্দিন বলেন, টিকিট কালোবাজারি রোধে শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
কুড়িগ্রাম: বাসগুলো যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছে। প্রতিবাদ করলে উল্টো ভোগান্তির শিকার হতে হচ্ছে।
সদরের খলিলগঞ্জ এলাকার বাসিন্দা রকিবুজ্জামান জানান, তাঁর কাছ থেকে এসি বাসের প্রতি আসনের জন্য নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ৫০০ থেকে ৭০০ টাকা নেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের খবরে গতকাল বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় নাবিল পরিবহনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রীরা যাতে প্রতারণার শিকার না হন, সে জন্য মোবাইল কোর্ট পরিচালনার ব্যবস্থা নেওয়া হয়েছে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪