Ajker Patrika

বাবুবাজারের রাস্তায় হাঁটাও দায়

আয়নাল হোসেন, ঢাকা
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৩: ১৫
বাবুবাজারের রাস্তায় হাঁটাও দায়

নর্দমা সংস্কার কিংবা কোনো উন্নয়নকাজ নেই। গত এক সপ্তাহের বেশি সময় বৃষ্টিও হয়নি। এরপরও রাস্তাটিতে পানি জমে রয়েছে। শুধু তা-ই নয়, ভাঙাচোরা ও অব্যবস্থাপনার চরম পর্যায়ে রয়েছে রাস্তাটি। এটি পুরান ঢাকার বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর পূর্বপাশের বাবুবাজারের রাস্তা।

গত বুধবার বাবুবাজার ও আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, সেতুর পূর্বপাশের এ রাস্তায় পানি জমে রয়েছে। যানবাহন চলায় পানি ছিটকে পথচারীদের শরীরে পড়ছে। রাস্তাটিতে ব্যাপক ভাঙাচোরা হওয়ায় বেশির ভাগ সময়ই তীব্র যানজট লেগে থাকে। সেতুর নিচে প্রভাবশালীদের ছত্রছায়ায় কয়েকটি ভাসমান রেস্তোরাঁ গড়ে উঠেছে। রেস্তোরাঁ থেকে নিয়মিত ময়লা পানি সড়কে ফেলা হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা নিষেধ করলেও কেউ কান দেন না তাঁদের কথায়।

বাবুবাজার-বাদামতলী সমাজকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন রনি বলেন, বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর গোড়া নয়াবাজার থেকে বাবুবাজার মাজার পর্যন্ত সামান্য রাস্তা। কিন্তু বেহাল সড়কের কারণে যানবাহনে যাতায়াতে ৩০ মিনিট সময় লেগে যাচ্ছে কখনো। ২০০৪ সালে সেতুর নির্মাণের সময় সড়কটিতে উন্নয়নকাজ করা হয়। এর পর দীর্ঘ সময়ে সড়কটির সংস্কার চোখে পড়েনি বলে জানান তিনি।

বাবুবাজারের চাল ব্যবসায়ী আব্দুর রশিদ জানান, আশপাশের সড়কে সংস্কারকাজ চলায় অনেক দিন রিকশা-ভ্যান চলাচলে সমস্যা হচ্ছে। সেই সঙ্গে তাঁদের সামনের সড়কটির বেহাল অবস্থায় যানবাহন চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। তাঁদের ব্যবসা-বাণিজ্যও অনেকটা মন্দা চলছে বলে জানান তিনি।

এদিকে, পুরান ঢাকার সাতরওজা, আগাসাদেক রোড, বাংলাদেশ মাঠ, আবুল হাসনাত রোড, জেলখানার রোডসহ আশপাশের সড়কে তিন-চার মাসের বেশি সময় ধরে চলছে নর্দমা সংস্কার। ফলে চলছে খোঁড়াখুঁড়ি। অনেক সড়কে বন্ধ রাখা হয়েছে যানবাহন চলাচল। কাজের ধীর গতির কারণে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ। তাঁদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, পুরান ঢাকার নর্দমা সংস্কারের কাজ নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। আর এ কারণে কাজের গতি খুবই কম। আবার কয়েকটি সড়কের কাজ দ্রুত সম্পন্ন হলেও কার্পেটিং করা হয়নি। ফলে যানবাহন চলাচলের কারণে ধুলোবালিতে ঢেকে যাচ্ছে চারপাশ। বিশেষ করে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৪ এর নির্বাহী কর্মকর্তা হায়দার আলী বলেন, সেতুর উভয়পাশে সড়ক সংস্কার হবে। বর্তমানে পশ্চিম পাশে হচ্ছে। এরপর অন্য পাশে। সংস্কার শেষ হলেই এ দুর্ভোগ আর থাকবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত