Ajker Patrika

সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৭

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৮: ৫৪
সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৭

বগুড়ার ধুনট উপজেলায় ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনী প্রচারের সময় স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলার এলাঙ্গী বাজার এলাকায় গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। সংঘর্ষের দুই চেয়ারম্যান প্রার্থীসহ উভয়পক্ষের সাতজন আহত হয়েছেন।

আহত ব্যক্তিরা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন। সংবাদ পেয়ে রাতেই থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী তফসিল অনুযায়ী উপজেলায় ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর। উপজেলার এলাঙ্গী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সাতজন। আতাউর রহমান পলাশ ও জি এম সম্রাট এ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন।

সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান পলাশ ও তাঁর সমর্থক আসাদুজ্জামান লিপ্টন, মনির হোসেন, মেহেদী হাসান বাপ্পি আহত হন। এ ঘটনায় আহত মেহেদী হাসান বাপ্পি বাদী হয়ে চেয়ারম্যান প্রার্থী জি এম সম্রাটসহ ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।

অপর চেয়ারম্যান প্রার্থী জি এম সম্রাট ও তাঁর সমর্থক ফজর আলী, বেলাল হোসেন আহত হন। এ ঘটনায় নাজমুল হোসেন বাদী হয়ে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান পলাশসহ নয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে।

এ বিষয়ে আতাউর রহমান পলাশ বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে এলাঙ্গী বাজারে একটি ওষুধের দোকানে বসে নির্বাচনী আলোচনা করছিলেন। এ সময় জি এম সম্রাট ও তাঁর সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালান। এ সময় ওই দোকানসহ ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ অভিযোগ অস্বীকার করে জি এম সম্রাট বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে নির্বাচনী প্রচারণার জন্য শৈলমারী যাওয়ার উদ্দেশে রওনা হন। এলাঙ্গী বাজার এলাকায় দোকানের সামনে প্রচারের সময় আতাউর রহমান পলাশ ও তাঁর লোকজন হামলা চালালে তিনি ও তাঁর দুই কর্মীকে আহত হন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সংঘর্ষের ঘটনাস্থল রাতেই পরিদর্শন করা হয়েছে। উভয়পক্ষের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত