Ajker Patrika

তলানিতে নেমেছে আখ চাষ

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২২, ১২: ০২
Thumbnail image

চিনিকল চলবে, নাকি বন্ধ হয়ে যাবে—এ নিয়ে চাষিদের অনিশ্চয়তায় রাজশাহীতে তলানিতে নেমেছে আখ চাষ। আখের অভাবে ২০২১-২২ মাড়াই মৌসুমে রাজশাহী চিনিকল চলেছে মাত্র ১৯ দিন। চিনিকলের ইতিহাসে এটিই সবচেয়ে সংক্ষিপ্ত মাড়াই মৌসুম। চিনিকল কর্তৃপক্ষ এ বছর চাষ বৃদ্ধির চেষ্টা করলেও খুব একটা লাভ হয়নি।

পবা উপজেলার হরিয়ানে রাজশাহী চিনিকল প্রতিষ্ঠিত হয় ১৯৬২ সালে। ১৯৬৫-৬৬ সাল থেকে এখানে চিনি উৎপাদন শুরু হয়। রাজশাহীতে আগে আখচাষির সংখ্যা ছিল প্রচুর। চিনিকলে আখ দিয়ে সময়মতো টাকা না পাওয়াসহ নানা কারণে দিনে দিনে চাষির সংখ্যা কমতে থাকে। এরই মধ্যে রাজশাহীসহ দেশের ছয়টি রাষ্ট্রায়ত্ত চিনিকল বেসরকারি মালিকানায় হস্তান্তরের ব্যাপারে ২০২০ সালের দিকে কথাবার্তা শুরু হয়।

রাজশাহীর চাষি ও চিনিকলের কর্মচারীরা এর বিরোধিতা করেন। ফলে চিনিকলটি এখনো রাষ্ট্রীয় মালিকানাতেই চলছে। তবে চিনিকল চলবে কি চলবে না, তা নিয়ে অনিশ্চয়তায় রাজশাহীতে আখ চাষ কমে গেছে। ২০২১-২২ মাড়াই মৌসুমে গত বছরের ৩ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত মাত্র ১৯ দিন চলেছে চিনিকলটি।

চিনিকল সূত্রে জানা গেছে, এই ১৯ দিনে মাত্র ৩ হাজার ৩০০ একর জমি থেকে ২৪ হাজার ৩ মেট্রিক টন আখ পায় চিনিকল। এই মৌসুমে ৩ হাজার ৩০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও উৎপাদন হয় মাত্র ১ হাজার ৩১৮ মেট্রিক টন চিনি। প্রতি কেজি ৭৪ টাকা দরে এসব চিনি বিক্রি করা হচ্ছে। সবশেষ মৌসুমে চাষিদের টনপ্রতি আখের মূল্য দেওয়া হয়েছে সাড়ে তিন হাজার টাকা।

এবার আখ চাষ বাড়াতে চাষিদের সময়মতো টাকা পরিশোধ করা হয়। চাষিদের দেওয়া হয়েছে সার ও কীটনাশক। তাও চাষ খুব একটা বাড়েনি। এ বছর ৭ হাজার একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ হয়েছে ৪ হাজার ১০৫ একর জমিতে। অথচ ২০২০-২১ মৌসুমেই ১৩ হাজার ১০০ একর জমিতে আখ চাষ হয়। এর আগে ২০১৯ সালের ২১ নভেম্বর থেকে ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চিনিকল চালু ছিল। ওই সময় আখ পাওয়া যায় ১ লাখ ২৯ হাজার টন। চিনি উৎপাদন হয় ৮ হাজার ১৯ টন। সব শেষ মৌসুমেই চিনির উৎপাদন সর্বনিম্ন।

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকার আখচাষি আহাদ আলী বলেন, ১৫ বছর আগে তিনি ১০ বিঘা জমিতে আখ চাষ করতেন। কিন্তু চিনিকল থেকে সময়মতো টাকা না পাওয়ার কারণে তিনি চাষ কমাতে শুরু করেন। চিনিকল বন্ধের কথাবার্তা শুরু হলে তিনি একেবারে চাষ কমিয়ে আনেন। এবার চাষ করেছেন দুই বিঘা জমিতে।

রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শাজাহান কবীর বলেন, ‘এক সময় চাষির সংখ্যা ছিল ৫০ হাজার। এখন পাঁচ হাজারো নেই। চাষিরা আখ চাষ বাদ দিয়ে অন্য ফসল চাষাবাদ করছেন। এক সময় টানা পাঁচ মাস পর্যন্ত চিনিকল চলেছে। কিন্তু এখন চাষির সংখ্যা কমে যাওয়ায় মাড়াই মৌসুমও ছোট হয়ে এসেছে। তারপরও ৫০ থেকে ৯০ দিন পর্যন্ত চিনিকল চলত। কিন্তু সবশেষ মৌসুমে চিনিকল চলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় আখ চাষ একেবারেই কমে গেছে। আখের অভাবে এই মৌসুমে মাত্র ১৯ দিন চিনিকল চলেছে।’

শাজাহান কবীর বলেন, ‘যেহেতু রাজশাহী চিনিকল চলছে, তাই আমরা চাষ বাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছি। চাষিদের সময়মতো আখের টাকা দিয়েছি। সার, বীজ, কীটনাশক দিয়েছি। এতে কিছু জমি বেড়েছে। আশা করছি, ভবিষ্যতে আরও কিছু বাড়বে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত