আজকের পত্রিকা ডেস্ক
বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো খবর:
পঞ্চগড়: পঞ্চগড় শহরের সার্কিট হাউস চত্বরে গতকাল সকাল বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক দেন জেলা ও পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সাংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সেখান থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে ফুল দেওয়ার পর শহীদদের রুহের মাগফিরাত ও দেশ জাতির কল্যাণে মোনাজাত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়। জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহমেদ, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সরকারি কলেজের অধ্যক্ষ আবুল খায়ের মো. আব্দুল মজিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর প্রমুখ। এর আগে শহরের আর্ট গ্যালারিতে অবস্থিত অপরাজেয়-৭১ এ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বালিয়াডাঙ্গী: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গতকাল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে চৌরাস্তায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত আব্দুস সবুর, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা এ এস এম আলমাস, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুর রহমান, সমাজসেবা কর্মকর্তা ফিরোজ সরকার প্রমুখ এতে বক্তব্য রাখেন।
ফুলবাড়ী: কুড়িগ্রামের ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চবিদ্যালয় নানা কর্মসূচি মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জাতির সূর্যসন্তান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে শিক্ষক-শিক্ষার্থী সমাবেশ স্মরণসভার আয়োজন করা হয়। সিনিয়র শিক্ষক ও সাংবাদিক আমিনুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক ওবায়দুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আইয়ুব আলী বিএসসি, এসএসসি পরীক্ষার্থী তাহিয়্যাহ, নবম শ্রেণীর শিক্ষার্থী সরাফত আলী। পরে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
উলিপুর: কুড়িগ্রামের উলিপুরে গতকাল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ৭১-এর গণকবরের স্মৃতিস্তম্ভ ও উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া হয়। পরে উপজেলা অডিটরিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ অধ্যাপক এম এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, পৌর মেয়র মামুন সরকার মিঠু, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল প্রমুখ।
কালীগঞ্জ: লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল সংযুক্ত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এতে আরও অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মহসীন টুলু, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম গোলাম রসুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন সরকার প্রমুখ।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন পঞ্চগড়, ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও), ফুলবাড়ী (কুড়িগ্রাম), উলিপুর (কুড়িগ্রাম) ও কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি।
বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো খবর:
পঞ্চগড়: পঞ্চগড় শহরের সার্কিট হাউস চত্বরে গতকাল সকাল বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক দেন জেলা ও পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সাংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সেখান থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে ফুল দেওয়ার পর শহীদদের রুহের মাগফিরাত ও দেশ জাতির কল্যাণে মোনাজাত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়। জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহমেদ, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সরকারি কলেজের অধ্যক্ষ আবুল খায়ের মো. আব্দুল মজিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর প্রমুখ। এর আগে শহরের আর্ট গ্যালারিতে অবস্থিত অপরাজেয়-৭১ এ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বালিয়াডাঙ্গী: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গতকাল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে চৌরাস্তায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত আব্দুস সবুর, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা এ এস এম আলমাস, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুর রহমান, সমাজসেবা কর্মকর্তা ফিরোজ সরকার প্রমুখ এতে বক্তব্য রাখেন।
ফুলবাড়ী: কুড়িগ্রামের ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চবিদ্যালয় নানা কর্মসূচি মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জাতির সূর্যসন্তান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে শিক্ষক-শিক্ষার্থী সমাবেশ স্মরণসভার আয়োজন করা হয়। সিনিয়র শিক্ষক ও সাংবাদিক আমিনুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক ওবায়দুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আইয়ুব আলী বিএসসি, এসএসসি পরীক্ষার্থী তাহিয়্যাহ, নবম শ্রেণীর শিক্ষার্থী সরাফত আলী। পরে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
উলিপুর: কুড়িগ্রামের উলিপুরে গতকাল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ৭১-এর গণকবরের স্মৃতিস্তম্ভ ও উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া হয়। পরে উপজেলা অডিটরিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ অধ্যাপক এম এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, পৌর মেয়র মামুন সরকার মিঠু, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল প্রমুখ।
কালীগঞ্জ: লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল সংযুক্ত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এতে আরও অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মহসীন টুলু, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম গোলাম রসুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন সরকার প্রমুখ।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন পঞ্চগড়, ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও), ফুলবাড়ী (কুড়িগ্রাম), উলিপুর (কুড়িগ্রাম) ও কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪