Ajker Patrika

ক্ষতিপূরণ আদায়ে বাঁশ পুঁতে প্রতিবাদ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১১: ৩৪
ক্ষতিপূরণ আদায়ে বাঁশ পুঁতে প্রতিবাদ

জনসাধারণের কাছ থেকে জমি অধিগ্রহণ না করেই করে সড়ক তৈরি করার অভিযোগ উঠেছে গাজীপুর সিটি করপোরেশনের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সকালে ক্ষতিপূরণ দাবিতে নতুন সড়কে বাঁশের খুঁটি পুঁতে বিক্ষোভ করেছে ভুক্তভোগী ১৮টি পরিবার। সিটি করপোরেশন এলাকার টঙ্গীর বনমালা সড়কের একাংশে বাঁশের খুঁটি পুঁতে এ বিক্ষোভ করা হয়। পরে এ খুঁটি তুলে ফেলেন বিক্ষোভকারীরা।

জমির মালিক হোসনে আরা বলেন, ‘ক্ষতিপূরণের পেতে সিটি মেয়রের কাছে লিখিত আবেদন করলে তিনি বসতি সরিয়ে নিতে আমাকে পঞ্চাশ হাজার টাকা দেন। আজ শুধু আমাদের কাছ থেকে নেওয়া জায়গা পর্যন্ত বাঁশের খুঁটি স্থাপন করেছি। আমরা সড়কে যান চলাচল বন্ধ করিনি। ন্যায্য ক্ষতিপূরণ না পেলে মামলা করব।’

পৈতৃক সূত্রে পাওয়া প্রায় দেড় কাঠা জমিতে বাড়ি নির্মাণ করে বাস করে আসছিলেন মোস্তফা। তিনি জানান, মেয়র জাহাঙ্গীর আলমের দেওয়া আশ্বাসে সড়ক তৈরির সময় সম্পূর্ণ জায়গায় থাকা বাড়ি ভেঙে দেন তিনি। এখন পরিবার নিয়ে ওই এলাকায় বাসা ভাড়া করে বাস করছেন।

গাজীপুর সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সফি উদ্দিন সফি বলেন, বনমালা সড়কের এক পাশে রেলওয়ের নিজস্ব জমি রয়েছে। জমি অধিগ্রহণ করতে অনেক সময়ের প্রয়োজন ছিল। তাই জমি অধিগ্রহণের করে সড়ক তৈরি করা হয়নি। সড়ক তৈরি করতে মেয়র জাহাঙ্গীর আলম নিজেই জমির মালিকদের সঙ্গে কথা বলেছেন। তবে বেশ কয়েকজন জমির মালিককে তিনি ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দিয়েছেন বলে তিনি দাবি করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ, দক্ষিণ) মো. ইলতুৎ মিশ বলেন, ‘পুলিশের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারদের সঙ্গে কথা বলেছি। বিষয়টি সমাধানে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সঙ্গে কথা বলার জন্য তাঁদের পরামর্শ দিই। পরে তাঁরা সড়ক থেকে বাঁশের খুঁটি তুলে ফেলেন।’

এ বিষয়ে জানতে গাজীপুর সিটি করপোরেশনের সিইও মো. আমিনুল ইসলাম ও মেয়র জাহাঙ্গীর আলমের মোবাইল ফোন নম্বরে একাধিক বার কল দেওয়া হয়। তবে তাঁরা দুজনই ফোন রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত