Ajker Patrika

আওয়ামী লীগ ও বিএনপি প্রত্যাশা পূরণে ব্যর্থ

প্রতিনিধি, ঢাকা
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ০৯: ৩৩
আওয়ামী লীগ ও বিএনপি প্রত্যাশা পূরণে ব্যর্থ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্রক্ষমতায় গিয়ে মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাই দেশের মানুষ আওয়ামী লীগ-বিএনপির ওপর বিরক্ত। কিন্তু জাতীয় পার্টির ওপর থেকে মানুষ এখনো আস্থা হারায়নি। তারা জাতীয় পার্টিকেই আবার রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়।

গতকাল বৃহস্পতিবার নিজের বনানী কার্যালয়ে বাংলাদেশ জনদলের (বিজেডি) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় জি এম কাদের এসব কথা বলেন।

জাপাকে দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করার সর্বোত্তম প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করে কাদের আরও বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলে পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের বিশাল ভোটব্যাংক রয়েছে। এখন আমাদের কাজ দলকে আরও সংগঠিত করা।’

সভায় উপস্থিত ছিলেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, রেজাউল ইসলাম ভূঁইয়া, বিজেডির চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, মহাসচিব সেলিম আহমেদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত