সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের সঙ্গে বিহারিদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশ বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা করে।
গত সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের আদমজীতে র্যাব-পুলিশের সঙ্গে বিহারি ক্যাম্পের বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, সোমবার পুলিশের কর্তব্যে বাধা দান এবং হামলার ঘটনায় আরও একটি মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মামলাটি করা হয়। এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত শুক্রবার জুমার নামাজের খুতবার আগে সিদ্ধিরগঞ্জের আদমজী জেনেভা ক্যাম্প এলাকায় অবস্থিত আদমজী জামে মসজিদে সিদ্ধিরগঞ্জ থানার এস আই আজিজুল হক মুসল্লিদের উদ্দেশে বলেন, ‘ভারতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করা হয়েছে, সে কারণে প্রতিবাদ হচ্ছে। ভারতের বিষয় ভারতে থাক। ভারতের বিষয় এখানে আমরা না আনি। প্রতিবাদ করব, কিন্তু যেন বিশৃঙ্খলা না হয়।’ এ বক্তব্যকে কেন্দ্র করে তাঁর ওপর দফায় দফায় হামলা করে তাঁকে রক্তাক্ত করা হয়। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবেদীন এবং সাংবাদিক বিল্লাল হোসেন রবিন আহত হন। ওই ঘটনায় শনিবার রাতে পুলিশ বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১২০-১২৫ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করে।
মামলায় রোববার দিবাগত রাত থেকে গতকাল সোমবার ভোর পর্যন্ত সুমিলপাড়া বিহারি কলোনিতে অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সকাল ৬টা থেকে আদমজীর বিহারিরা আদমজী-চাষাঢ়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ৯টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ৩২ জনের মধ্যে কেউ নিরপরাধ থাকলে তাঁকে ছেড়ে দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু বিক্ষোভকারীরা সবার মুক্তির দাবি করলে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশ ক্ষিপ্ত হয়ে লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ধাওয়া দেয়। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক কাঁদানে গ্যাস এবং শতাধিক শটগানের ফাঁকা গুলি করে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের সঙ্গে বিহারিদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশ বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা করে।
গত সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের আদমজীতে র্যাব-পুলিশের সঙ্গে বিহারি ক্যাম্পের বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, সোমবার পুলিশের কর্তব্যে বাধা দান এবং হামলার ঘটনায় আরও একটি মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মামলাটি করা হয়। এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত শুক্রবার জুমার নামাজের খুতবার আগে সিদ্ধিরগঞ্জের আদমজী জেনেভা ক্যাম্প এলাকায় অবস্থিত আদমজী জামে মসজিদে সিদ্ধিরগঞ্জ থানার এস আই আজিজুল হক মুসল্লিদের উদ্দেশে বলেন, ‘ভারতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করা হয়েছে, সে কারণে প্রতিবাদ হচ্ছে। ভারতের বিষয় ভারতে থাক। ভারতের বিষয় এখানে আমরা না আনি। প্রতিবাদ করব, কিন্তু যেন বিশৃঙ্খলা না হয়।’ এ বক্তব্যকে কেন্দ্র করে তাঁর ওপর দফায় দফায় হামলা করে তাঁকে রক্তাক্ত করা হয়। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবেদীন এবং সাংবাদিক বিল্লাল হোসেন রবিন আহত হন। ওই ঘটনায় শনিবার রাতে পুলিশ বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১২০-১২৫ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করে।
মামলায় রোববার দিবাগত রাত থেকে গতকাল সোমবার ভোর পর্যন্ত সুমিলপাড়া বিহারি কলোনিতে অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সকাল ৬টা থেকে আদমজীর বিহারিরা আদমজী-চাষাঢ়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ৯টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ৩২ জনের মধ্যে কেউ নিরপরাধ থাকলে তাঁকে ছেড়ে দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু বিক্ষোভকারীরা সবার মুক্তির দাবি করলে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশ ক্ষিপ্ত হয়ে লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ধাওয়া দেয়। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক কাঁদানে গ্যাস এবং শতাধিক শটগানের ফাঁকা গুলি করে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৯ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৯ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৯ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫