Ajker Patrika

সিগারেট

সম্পাদকীয়
আপডেট : ১৮ মে ২০২২, ১০: ২৮
সিগারেট

একাত্তরের মে মাসেই রুমী চলে গিয়েছিল মুক্তিযুদ্ধে। মায়ের মনে হাহাকার। সে রকম কোনো খবর পাচ্ছেন না ছেলের। কোথায় আছে, কী করছে, তা তো জানতে পারছেন না।

৮ আগস্ট ফার্মগেটের মিলিটারি চেকপোস্টে হয়েছিল গেরিলা অপারেশন। অতর্কিত হামলায় পাকিস্তানিদের নাস্তানাবুদ করে ছেড়েছে ক্র্যাক প্লাটুনের ছেলেরা।

দুপুরে খাওয়ার পর জাহানারা ইমাম, শরীফ ইমামসহ আরও কয়েকজন গল্প করছিলেন বাড়িতে। এমন সময় লালু এল, চোখে হাসি। জাহানারা ইমামকে ডেকে নিয়ে বলল, ‘বুবু, রুমী এসেছে আমাদের বাড়িতে, শরীফ ভাইকে গিয়ে নিয়ে আসতে বলেছে।’

শরীর হিম হয়ে গেল মায়ের। তিনি ঝিম ধরে বসে থাকলেন। তারপর বানিয়ে বললেন স্বামীকে, ‘শরীফ, মার হঠাৎ টাকার দরকার হয়েছে, তাই লালুকে পাঠিয়েছেন। ওকে টাকা দিলাম। তুমি একটু গাড়িতে করে পৌঁছে দিয়ে এসো।’

জামী বলল, ‘সারা দিন বাড়িতে বসে আছি। আমিও ঘুরে আসি।’

গাড়ি ফিরে এলে নিঃশব্দে দোতলায় নিজের ঘরে চলে গেলেন জাহানারা ইমাম। রুমী এল। গায়ের রং তামাটে, মুখভর্তি দাড়ি-গোঁফ, লম্বা চুল, আর মুখে ভুবনভোলানো হাসি। রুমী দুই হাত বাড়িয়ে এগিয়ে এল, ওকে ধরে কাঁদতে লাগলেন জাহানারা ইমাম। রুমী ফিসফিস করে বলল, ‘আম্মা, থামো। দাদা শুনতে পাবে। তোমার কান্না শুনলে ঠিক সন্দেহ করবে।’

রাতে খাওয়া-দাওয়ার পর রুমী ওর মুক্তিযুদ্ধে যাওয়ার গল্প করল। তারপর বলল, ‘আম্মা, আমি কিন্তু সিগারেট ধরে ফেলেছি। তোমাকে প্রমিস করেছিলাম না যে ধরার আগে জানাব, তা আর হলো না।’

জাহানারা ইমামের মনে পড়ল, ক্লাস এইটে থাকার সময় রুমীকে তিনি বলেছিলেন, ‘দ্যাখ, সিগারেট যদি ধরিস তো বলে-কয়ে ধরবি। নইলে লুকিয়ে সিগারেট খাবি, আমি জানব না, তারপর আমার বান্ধবী এসে বলবে, রুমীকে সিগারেট খেতে দেখলাম—সে আমার সইবে না।’

রুমী হেসে বলল, ‘ওখানে সিগারেট না ধরে উপায় নেই আম্মা।’

সূত্র: জাহানারা ইমাম, একাত্তরের দিনগুলি, পৃষ্ঠা ১৪৪-১৪৫

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত