Ajker Patrika

হবিগঞ্জে ৬৩ বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন বীর নিবাস

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৫৭
হবিগঞ্জে ৬৩ বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন বীর নিবাস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের ৬৩ জন বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন ‘বীর নিবাস’। জেলার আটটি উপজেলায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য একতলা বিশিষ্ট এই বাড়িগুলো নির্মাণ করে দিচ্ছে সরকার।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম ধাপে হবিগঞ্জে ৬৩ জন মুক্তিযোদ্ধাকে এই বাড়ি উপহার দেওয়া হবে। ৬৩টি বাড়িই নির্মাণাধীন রয়েছে। বাড়িগুলোর নাম দেওয়া হয়েছে ‘বীর নিবাস’।

একেকটি ‘বীর নিবাস’ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ টাকা।

৬৩টি বাড়ির মধ্যে আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি, বানিয়াচংয়ে আটটি, নবীগঞ্জে ১০ টি, বাহুবলে আটটি, চুনারুঘাটে চারটি, সদরে সাতটি, লাখাইয়ে ১২টি ও মাধবপুর উপজেলায় ১১ টি। এরই মধ্যে ঘরগুলোর কাজ প্রায় ৪০ শতাংশ সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, চলমান ‘বীর নিবাস’ নির্মাণকাজ মনিটরিং করছে জেলা প্রশাসন। কাজের গুণগত মান যেন বজায় থাকে সে জন্য প্রশাসন তৎপর রয়েছে। যেহেতু ঘরগুলো জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য নির্মাণ করা হচ্ছে সেহেতু কাজের ক্ষেত্রে এখানে কোনো আপস নেই।

জেলা প্রশাসক আরও বলেন, বর্তমানে ৬৩টি ঘর বানানো হচ্ছে। এ ছাড়া আরও কিছু ‘বীর নিবাস’ তৈরির প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন হলেই যথাযথ প্রক্রিয়ায় শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত