Ajker Patrika

বিপুল পরিমাণ ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৩: ৩১
বিপুল পরিমাণ ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ২

নোয়াখালী সদর এবং বেগমগঞ্জ উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে মুসলিম মুসা (৩২) ও ইসমাইল হোসেন (৪০) নামের দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ১৬টি কিরিচ, ১২টি ককটেল, ১টি পাইপ গিয়ার, ১টি বোট কাটার করাত, ১টি বাটাল, ১টি চাপাতি ও ২টি ছুরি উদ্ধার করা হয়।

গতকাল সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, সদর উপজেলার চর কাউনিয়া গ্রামের তফছির আহম্মদের ছেলে মুসলিম মুসা ও বেগমগঞ্জের তালিবপুর গ্রামের শাহ আলমের ছেলে ইসমাইল হোসেন।

র‍্যাব জানায়, রোববার রাতে সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের চর কাউনিয়া গ্রামের হাফিজ উল্যার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসী মুসলিমের বসতঘরে তল্লাশি চালিয়ে ১টি কিরিচ, ১টি পাইপ গিয়ার, ১টি বোট কাটার করাত, ১টি বাটাল, ১টি চাপাতি, ২টি ছুরিসহ মুসলিমকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে একই রাতে র‍্যাবের বিশেষ একটি দল বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের তালিবপুর গ্রামের মাস্টার বাড়ির কবরস্থান এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পাশের সড়ক থেকে ইসমাইলকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫টি কিরিচ ও ১২টি ককটেল উদ্ধার করা হয়।

র‍্যাবের কোম্পানি কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন বলেন, গ্রেপ্তারকৃত অস্ত্রধারীদের বিরুদ্ধে নিজ নিজ থানায় একাধিক অভিযোগ রয়েছে। অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক মামলা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত