অনলাইন ডেস্ক
বিশ্বজুড়ে সদ্য শেষ হওয়া অক্টোবর মাসের গড় তাপমাত্রা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। আজ শুক্রবার আমিরাতভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসের গড় তাপমাত্রায় অতীতে যে রেকর্ড ছিল তার চেয়ে এবার শূন্য দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু বিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুযায়ী—গত অক্টোবর মাস ছিল ২০২৩ সালে অস্বাভাবিক গরম থাকা টানা পঞ্চম মাস। এর ফলে চলমান বছরটি এ যাবৎকালের সবচেয়ে গরম বছর হিসেবে চিহ্নিত হয়েছে।
গত মাসে বিশ্বজুড়ে তাপ সংশ্লিষ্ট যেসব নজির দেখা গেছে এর মধ্যে সান্তা আনা বাতাসের দ্বারা সৃষ্ট যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ-পূর্বাঞ্চলে দাবানল অন্যতম। এর ফলে প্রায় ৪ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছিল। এ ছাড়া তীব্র তাপপ্রবাহ থেকে আর্জেন্টিনার কর্ডোভা প্রদেশের কিছু এলাকায় দাবানল দেখা দিলে সেখানকার বাসিন্দাদেরও অন্যত্র সরিয়ে নেওয়া হয়। দাবানলের কারণে স্প্যানিশ দ্বীপ টেনেরিফ থেকেও প্রায় তিন হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
অক্টোবর মাসে উল্লেখযোগ্য তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দেওয়া যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবেশগত পূর্বাভাস কেন্দ্রের মডেলটি বিশ্লেষণ করেছেন জার্মানির লিপজিগ ইউনিভার্সিটির গবেষক কারস্টেন হাউস্টন। স্যাটেলাইট থেকে পাওয়া উপাত্ত সহ বিভিন্ন পর্যবেক্ষণের তথ্য সন্নিবেশ করা হয়েছে ওই মডেলটিতে। এতে দেখা গেছে, গত অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে বৈশ্বিক গড় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে অক্টোবর মাসে সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০১৯ সালে। সে বছর অক্টোবরে গড় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
যুক্তরাজ্যের আবহাওয়া অফিসও নিশ্চিত করেছে—গত অক্টোবর মাসে দেশটিতে স্বাভাবিকের তুলনায় গড় তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
কারস্টেন হাউস্টন মনে করেন, মানবসৃষ্ট উষ্ণায়নই চলমান এল নিনোকে আরও জোরালো করেছে।
বিশ্বজুড়ে সদ্য শেষ হওয়া অক্টোবর মাসের গড় তাপমাত্রা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। আজ শুক্রবার আমিরাতভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসের গড় তাপমাত্রায় অতীতে যে রেকর্ড ছিল তার চেয়ে এবার শূন্য দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু বিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুযায়ী—গত অক্টোবর মাস ছিল ২০২৩ সালে অস্বাভাবিক গরম থাকা টানা পঞ্চম মাস। এর ফলে চলমান বছরটি এ যাবৎকালের সবচেয়ে গরম বছর হিসেবে চিহ্নিত হয়েছে।
গত মাসে বিশ্বজুড়ে তাপ সংশ্লিষ্ট যেসব নজির দেখা গেছে এর মধ্যে সান্তা আনা বাতাসের দ্বারা সৃষ্ট যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ-পূর্বাঞ্চলে দাবানল অন্যতম। এর ফলে প্রায় ৪ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছিল। এ ছাড়া তীব্র তাপপ্রবাহ থেকে আর্জেন্টিনার কর্ডোভা প্রদেশের কিছু এলাকায় দাবানল দেখা দিলে সেখানকার বাসিন্দাদেরও অন্যত্র সরিয়ে নেওয়া হয়। দাবানলের কারণে স্প্যানিশ দ্বীপ টেনেরিফ থেকেও প্রায় তিন হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
অক্টোবর মাসে উল্লেখযোগ্য তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দেওয়া যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবেশগত পূর্বাভাস কেন্দ্রের মডেলটি বিশ্লেষণ করেছেন জার্মানির লিপজিগ ইউনিভার্সিটির গবেষক কারস্টেন হাউস্টন। স্যাটেলাইট থেকে পাওয়া উপাত্ত সহ বিভিন্ন পর্যবেক্ষণের তথ্য সন্নিবেশ করা হয়েছে ওই মডেলটিতে। এতে দেখা গেছে, গত অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে বৈশ্বিক গড় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে অক্টোবর মাসে সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০১৯ সালে। সে বছর অক্টোবরে গড় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
যুক্তরাজ্যের আবহাওয়া অফিসও নিশ্চিত করেছে—গত অক্টোবর মাসে দেশটিতে স্বাভাবিকের তুলনায় গড় তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
কারস্টেন হাউস্টন মনে করেন, মানবসৃষ্ট উষ্ণায়নই চলমান এল নিনোকে আরও জোরালো করেছে।
প্রাচীন রোম ও চীনে মূত্রকে প্রাকৃতিক সার হিসেবে ব্যবহার করা হতো। সম্প্রতি চীনা বিজ্ঞানীরাও মূত্র ব্যবহার করে সার উৎপাদনের চেষ্টা করছেন। তবে যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যের কৃষকেরা ফসলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি টেকসই কৃষির লক্ষ্যে প্রাচীন চীনা ও রোমক পদ্ধতি আবারও গ্রহণ করছেন।
১৬ ঘণ্টা আগেফাল্গুনের প্রথম সপ্তাহ থেকেই শীতের প্রকোপ কমে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টিও হয়েছে। আজ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে...
১৬ ঘণ্টা আগেঢাকার বাতাসে দূষণ আজ খানিকটা কম হলেও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। গতকালের তুলনায় দূষণ অনেকটাই কম। বাংলাদেশ সময় রোববার সকাল ৯টায় ঢাকায় বায়ুমান রেকর্ড করা হয়েছে ১৬৭। গতকাল এই সময়ে বায়ুমান ছিল ২২৫...
১৮ ঘণ্টা আগেমৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ থেকে আগামী দুদিন দেশের কয়েক বিভাগে হালকা বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানানো হয়েছে...
২ দিন আগে