বিশ্বজুড়ে সদ্য শেষ হওয়া অক্টোবর মাসের গড় তাপমাত্রা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। আজ শুক্রবার আমিরাতভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসের গড় তাপমাত্রায় অতীতে যে রেকর্ড ছিল তার চেয়ে এবার শূন্য দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু বিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুযায়ী—গত অক্টোবর মাস ছিল ২০২৩ সালে অস্বাভাবিক গরম থাকা টানা পঞ্চম মাস। এর ফলে চলমান বছরটি এ যাবৎকালের সবচেয়ে গরম বছর হিসেবে চিহ্নিত হয়েছে।
গত মাসে বিশ্বজুড়ে তাপ সংশ্লিষ্ট যেসব নজির দেখা গেছে এর মধ্যে সান্তা আনা বাতাসের দ্বারা সৃষ্ট যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ-পূর্বাঞ্চলে দাবানল অন্যতম। এর ফলে প্রায় ৪ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছিল। এ ছাড়া তীব্র তাপপ্রবাহ থেকে আর্জেন্টিনার কর্ডোভা প্রদেশের কিছু এলাকায় দাবানল দেখা দিলে সেখানকার বাসিন্দাদেরও অন্যত্র সরিয়ে নেওয়া হয়। দাবানলের কারণে স্প্যানিশ দ্বীপ টেনেরিফ থেকেও প্রায় তিন হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
অক্টোবর মাসে উল্লেখযোগ্য তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দেওয়া যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবেশগত পূর্বাভাস কেন্দ্রের মডেলটি বিশ্লেষণ করেছেন জার্মানির লিপজিগ ইউনিভার্সিটির গবেষক কারস্টেন হাউস্টন। স্যাটেলাইট থেকে পাওয়া উপাত্ত সহ বিভিন্ন পর্যবেক্ষণের তথ্য সন্নিবেশ করা হয়েছে ওই মডেলটিতে। এতে দেখা গেছে, গত অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে বৈশ্বিক গড় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে অক্টোবর মাসে সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০১৯ সালে। সে বছর অক্টোবরে গড় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
যুক্তরাজ্যের আবহাওয়া অফিসও নিশ্চিত করেছে—গত অক্টোবর মাসে দেশটিতে স্বাভাবিকের তুলনায় গড় তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
কারস্টেন হাউস্টন মনে করেন, মানবসৃষ্ট উষ্ণায়নই চলমান এল নিনোকে আরও জোরালো করেছে।
বিশ্বজুড়ে সদ্য শেষ হওয়া অক্টোবর মাসের গড় তাপমাত্রা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। আজ শুক্রবার আমিরাতভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসের গড় তাপমাত্রায় অতীতে যে রেকর্ড ছিল তার চেয়ে এবার শূন্য দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু বিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুযায়ী—গত অক্টোবর মাস ছিল ২০২৩ সালে অস্বাভাবিক গরম থাকা টানা পঞ্চম মাস। এর ফলে চলমান বছরটি এ যাবৎকালের সবচেয়ে গরম বছর হিসেবে চিহ্নিত হয়েছে।
গত মাসে বিশ্বজুড়ে তাপ সংশ্লিষ্ট যেসব নজির দেখা গেছে এর মধ্যে সান্তা আনা বাতাসের দ্বারা সৃষ্ট যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ-পূর্বাঞ্চলে দাবানল অন্যতম। এর ফলে প্রায় ৪ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছিল। এ ছাড়া তীব্র তাপপ্রবাহ থেকে আর্জেন্টিনার কর্ডোভা প্রদেশের কিছু এলাকায় দাবানল দেখা দিলে সেখানকার বাসিন্দাদেরও অন্যত্র সরিয়ে নেওয়া হয়। দাবানলের কারণে স্প্যানিশ দ্বীপ টেনেরিফ থেকেও প্রায় তিন হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
অক্টোবর মাসে উল্লেখযোগ্য তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দেওয়া যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবেশগত পূর্বাভাস কেন্দ্রের মডেলটি বিশ্লেষণ করেছেন জার্মানির লিপজিগ ইউনিভার্সিটির গবেষক কারস্টেন হাউস্টন। স্যাটেলাইট থেকে পাওয়া উপাত্ত সহ বিভিন্ন পর্যবেক্ষণের তথ্য সন্নিবেশ করা হয়েছে ওই মডেলটিতে। এতে দেখা গেছে, গত অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে বৈশ্বিক গড় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে অক্টোবর মাসে সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০১৯ সালে। সে বছর অক্টোবরে গড় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
যুক্তরাজ্যের আবহাওয়া অফিসও নিশ্চিত করেছে—গত অক্টোবর মাসে দেশটিতে স্বাভাবিকের তুলনায় গড় তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
কারস্টেন হাউস্টন মনে করেন, মানবসৃষ্ট উষ্ণায়নই চলমান এল নিনোকে আরও জোরালো করেছে।
শিক্ষা, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে এ বছরও আয়োজন হতে যাচ্ছে ‘এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ-২০২৫’। এই প্রকল্পের আওতায় সৃজনশীল বিভিন্ন প্রকল্পকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৩ ঘণ্টা আগেভোলার মনপুরার লোকালয় থেকে খাদ্যের সন্ধানে আসা একটি মায়াবী হরিণ উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করে বন বিভাগ। গতকাল শনিবার বিকেলে উদ্ধার হওয়া হরিণটি উপজেলার পচাকোড়ালিয়া বিটের অধীনে চর পাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।
১৫ ঘণ্টা আগেআজ রোববার ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগেরও দু–এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টিপাত কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
১ দিন আগেস্বস্তি মিলছে না ঢাকার বাতাসে। আজও রাজধানী শহরের বাতাসের অবস্থা অস্বাস্থ্যকর। আজ রোববার, বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স–একিউআইয়ের সকাল ৯টা ৫০ মিনিটের রেকর্ড অনুযায়ী, বায়ুমান ১৮৬ নিয়ে শীর্ষে অবস্থান করছে ঢাকা, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।
১ দিন আগে